Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : রাখী বন্ধন শুধুই অনুষ্ঠান নয়। ভাই-বোনের ভালোবাসা ও স্নেহের প্রতীক। যুগে যুগে হিন্দুদের মধ্যে এই উৎসব পালিত হচ্ছে। দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে বোনেরা ভাইদের হাতে রাখী বেঁধে দেন। রাখী পূর্ণিমার মাহাত্ম্যই বা কী?
হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে অন্যতম এই উৎসব। এই দিন ভাইয়ের মঙ্গলকামনা করে তার হাতে রাখী বেঁধে দেন বোনেরা। ভাই ও বোনের দীর্ঘ পবিত্র সম্পর্ককে আরও জোরালো করতে প্রাচীন কাল থেকে এই উৎসব ধুমধামের সঙ্গে পালন করা হয়। যদিও এক এক রাজ্যের রাখী বন্ধনের নিয়ম আলাদা আলাদা। যেমন, মহারাষ্ট্রে এই দিন বরুণের পুজো করা হয়। তাই কথিত আছে, পবিত্র নদীতে স্নান করে সূর্যদেবের পুজো করলে নাকি সমস্ত পাপের বিনাশ ঘটে।
রাখী পূর্ণিমার দিন ভাইয়ের হাতে রাখী বাঁধার আগে জেনে নিন কীভাবে পুজো সারবেন —–
১. সবার আগে থালায় প্রদীপ, হলুদ সর্ষে, কুমকুম আর রাখী নিন।
২. প্রথমে ভাইয়ের কপালে কুমকুমের ফোঁটা দিয়ে হাতে রাখি বেঁধে দিন।
৩. রাখী পরানোর পর প্রদীপ ঘুরিয়ে ভাইয়ের দিকে আরতি করুন।
৪. তারপর আসবে মিষ্টিমুখের পালা।
৫. তারপর নিজে ভাই বয়সে বড় হলে আশীর্বাদ নিন। এইভাবে পালন করুন রাখি বন্ধন।
আরও খবর পেতে ফলো করুন আমদের চ্যানেল
বিশেষ বিজ্ঞপ্তি : সারা দেশে করোনা সংক্রমণ নিম্নমুখী। এই অবস্থায় বেশি করে সচেতন হন। মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন।