Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- এমন অনেক মানুষ আছেন যারা দু-হাত ভরে অর্থ উপার্জন করেন। আবার অনেকেই আছেন , যাঁরা দিব্যি রোজগার করছেন, কিন্তু কোনো ভাবেই হাতে টাকা থাকছে না , টাকা জমাতে পারছেন না। আর তাদের ক্ষেত্রে এই সমস্যার সমাধান হতে পারে এই বাস্তু টিপস। বাস্তু হলো আমাদের জীবনের সবচেয়ে বড় জিনিস। সকলেই চায় নিজের একটা ঘর হোক। আর এই ঘরোই আমাদের জীবনে আনতে পারে সুখ আবার আনতে পারে দুঃখ।
আরো পড়ুন :– জীবন সংগ্রামে জয়ী হতে এই নিয়মে ঘরে রাখুন তুলসী পাতা
নিজের দৈনন্দিন জীবনে অর্থভাগ্য বা সঞ্চয় বৃদ্ধি করতে মেনে চলুন বাস্তুর এই নিয়মগুলি। বাস্তু শাস্ত্র মতে, আমাদের ঘরের সঠিক দিকে রাখা উচিত টাকার জায়গা। তা আলমারি হোক বা সিন্দুক বা অন্য কিছু , যেখানে আপনি টাকা রাখেন।
বাস্তু শাস্ত্র মতে, বাড়ির কল থেকে ক্রমাগত জল পড়ে যাওয়া আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়। তাই বাড়িতে ক্রমাগত জল পড়লে তা দ্রুত ঠিক করুন। এছাড়া বাড়িতে ব্যবহৃত জল নিকাশির ব্যবস্থা রাখুন বাড়ির উত্তর পূর্ব দিকে।
আপনার শোওয়ার ঘরে সামনেই জলের কোনও ব্যবস্থা থাকলে তার সামনে তামা বা পিতলের কোনও ধাতুর বস্তু ঝুলিয়ে রাখুন। এর ফলে আর্থিক উন্নতি ঘটে। তবে শোওয়ার ঘরে সামনে জলের কোনো ব্যবস্থা না থাকলেই ভালো।
বাড়ির চালের পাত্র কোনও দিন শূণ্য করবেন না। তাতে এক মুঠো হলেও চাল ফেলে রাখবেন। এতে বাড়িতে কোনও দিন অন্য ও অর্থের অভাব দেখা দেবে না।
আরো পড়ুন :- নিজের অজান্তেই জন্মছকে মঙ্গলের সমস্যা জীবনকে করে তোলে দুর্বিসহ , খুব সহজেই পান এর থেকে মুক্তি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)