দাদ বা চুলকানির সমস্যায় ভুগছেন ? দেখুন ঘরোয়া প্রতিকার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : দাদ পরিচিত একটি ফাংগাল ইনফেকশন। হাত, পা, পিঠ, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল এবং মাথার তালুতেও দাদ হতে দেখা যায়। খুবই সংক্রামক ও সহজেই একজন থেকে অন্য জনের শরীরে ছড়িয়ে পড়ে। ত্বকের উপর গোলাকার দাগ সৃষ্টি হয়, চুলকানি হয় ও আঁশের মতো উঠতে থাকে। এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রকার চিকিৎসা আছে। বেশির ভাগ ক্ষেত্রেই অ্যান্টিফাংগাল ক্রিম ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করে সহজেই দাদ নিরাময় করা যায়।

দেখুন ঘরোয়া প্রতিকার ——-

১. মধু ছত্রাকের বৃদ্ধিকে প্রতিহত করতে সহায়তা করে। পরিষ্কার তুলায় মধু লাগিয়ে আক্রান্ত জায়গায় লাগিয়ে রাখুন যাতে সম্পূর্ণ দাদের স্থানটি ঢাকা পরে। দাদ দূর হওয়া পর্যন্ত এটি ব্যবহার করতে করুন।

avilo home

২. ছত্রাকের সংক্রমণ ঠেকাতে অ্যালোভেরা খুবই কার্যকরী একটি উপাদান। অ্যালোভেরাতে রেজিন থাকে বলে তা দাদের চুলকানি, যন্ত্রণা ও প্রদাহ কমাতে সাহায্য করে। অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে নিয়ে আক্রান্ত স্থানে সরাসরি লাগান। উপকার পাবেন।

৩. রসুনে স্বাস্থ্যের জন্য উপকারি সব উপাদান রয়েছে। ১-২ কোয়া রসুন ভাল করে থেঁতলে নিন। ৩ টেবিল চামচ মধু ও ৩ টেবিল চামচ অলিভ অয়েল মিশান। মিশ্রণটি ত্বকের দাদে আক্রান্ত স্থানে লাগিয়ে ১ ঘন্টা রেখে দিন। উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। ২ সপ্তাহ দিনে ২-৩ বার মিশ্রণটি ব্যবহার করুন।

৪. তুলসি পাতায় অ্যান্টিইনফ্লামেটরি ও অ্যান্টিফাংগাল উপাদান থাকে যা দাদের সংক্রমণ ছড়িয়ে যাওয়া প্রতিহত করে। এই জন্য তুলসি পাতার রস করে আক্রান্ত স্থানে লাগাতে হবে।

৫. কাঁচা হলুদের রস আক্রান্ত স্থানে লাগালে দাদের সমস্যা দ্রুত সেরে ওঠে। হলুদের শক্তিশালী অ্যান্টিসেপটিক ও অ্যান্টিফাংগাল উপাদান দাদের সংক্রমণ ছড়িয়ে যাওয়া প্রতিরোধ করে।

৬. জায়ফল গুঁড়া করে জলের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্ট দাদের জায়গায় লাগান। জায়ফলের অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিইনফ্লামেটরি উপাদান দাদ নিরাময়ে খুবই কার্যকর।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন