Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : প্রতি বছর কৃষ্ণা জন্মাষ্টমী ধুমধাম সহকারে পালিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের পদ ঘরে রান্না করে তাঁকে জন্মাষ্টমীর পুজোতে অর্পণ করার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। এই বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আগামী ৩০ অগাস্ট পালিত হবে। তবে জীবনে উন্নতি করতে জন্মাষ্টমীর দিন কী কী করণীয়। দেখে নিন জ্যোতিষ মতে টিপস।
কয়েকটি ঘরোয়া জ্যোতিষ বিধি পালন করলে ও ঈশ্বরের কাছে মঙ্গলপ্রার্থনা করলে তা পূর্ণ হয় বলে শোনা যায়। সংসারে বিভিন্ন জটিলতা ও বাধা কাটাতে বহু বিধি পালিত হয়।
একনজরে দেখে নেওয়া যাক বিধি গুলি ——
জন্মাষ্টমীর দিন যদি সকালে স্নান সেরে শ্রীকৃষ্ণকে হলুদ ফুলের মালা দিন। শাস্ত্র মতে শ্রীকৃষ্ণ হলুদ রঙের পোশাক পছন্দ করেন। আর সেকারণেই তিনি হলুদ রঙের ফুলও ভালোবাসেন। হলুগ ফুল শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীতে অর্পণ করা হয়, সংসারে আর্থিক সমস্যা কাটে, বাড়ে সম্পত্তির পরিমাণ। এমনই মত রয়েছে জ্যোতিষবিদের।
প্রবল আর্থিক সমৃদ্ধি পেতে সঙ্গে সামাজিক সম্মান ও প্রতিপত্তি অনেকের আকাঙ্খার বিষয় থাকে। বহু পরিশ্রম ও সৎ ভাবে চেষ্টা করেও অনেকে তা পান না। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে সাবুদানা ও দপধ দিয়ে সাবুর পায়েস প্রসাদ হিসাবে দিন। পায়েসে মিষ্টি হিসাবে চিনির জায়গায় দিন মিছরি। পায়েসে দিন তুলসী পাতা। গুজরাতের দ্বারকাধিশের প্রসাদ। এতে আর্থিক দিক ও সম্নান বাড়ে ভক্তের।
প্রতিটি কাজে যদি সাফল্য পেতে চান, তাহলে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের উদ্দেশে একটি নারকেল ভেঙে দিন। মন্দিরে এটি করতে পারলে সুফল হবে। যদি পর পর ২৭ দিনে মন্দিরে গিয়ে এই কাজটি করা যায়, তাহলে তা আরও সুফল দিয়ে থাকে। এতে সর্ব কাজে বাধা কেটে আসে শান্তি ও সাফল্য।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল