বাড়ি থেকে সরিয়ে ফেলুন কিছু জিনিস , পাবেন মা লক্ষীর আশির্বাদ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : হিন্দু শাস্ত্র মতে অনুসারে ধন দেবী লক্ষ্মীর আশির্বাদ আমাদের জীবনকে ভরিয়ে দেয়। অনেকে শুক্রবার উপবাস রেখে লক্ষ্মীর আরাধনা করে থাকেন। কয়েকটি কাজ আছে, যেগুলি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে এই কাজ গুলি শুক্রবার করলে প্রসন্ন হন লক্ষ্মী দেবী। তুষ্ট হলে জীবনে সম্পদ ও সমৃদ্ধির আগমন ঘটে।

মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন ঘর পছন্দ করেন। যেখানে নোংরা আবর্জনা থাকে, সেই স্থান থেকে দূকে সরে যান। লক্ষ্মীকে প্রসন্ন রাখতে বাড়ি তাই সর্বদা পরিষ্কার করে গুছিয়ে রাখা উচিত। জেনে নিন লক্ষ্মীকে তুষ্ট করতে কোন কোন জিনিস অবশ্যই বাড়ির বাইরে বের করে দেওয়া দরকার —–

avilo home

১. বাড়িতে গাছ লাগানো খুব শুভ বলে বিবেচিত। সবুজের উপস্থিতি বাড়িতে শুভ শক্তি নিয়ে আসে। শুকনো গাছ বাড়িতে রাখা উচিত নয়। শুকিয়ে যাওয়া গাছ ঘরে থাকলে তা নেগেটিভ এনার্জি নিয়ে আসে। বাড়িতে শুকনো গাছ থাকলে তা বের করে দিন। এর ফলে অশুভ শক্তি আপনার বাড়ি থেকে দূরে সরে যাবে এবং দেবী লক্ষ্মীর আগমন ঘটবে।

২. পুরনো ছেঁড়া জামাকাপড় বাড়িতে জমিয়ে রাখবেন না। আপনি অনেকদিন পরেন না, সেগুলি শুক্রবার বাড়ি থেকে সরিয়ে দিন। যেসব জামাকাপড় ভালো অবস্থায় আছে সেই গুলি কাউকে দিয়ে দিন। কিন্তু অপ্রয়োজনীয় জামাকাপড় বাড়িতে জমিয়ে রাখবেন না। এর ফলে জীবনে জটিলতা বাড়বে।

৩. ঠাকুরের ভাঙা মূর্তি ঘরে জমিয়ে রেখেছেন? অত্যন্ত ভুল করেছেন। এই সব ভাঙা মূর্তি ঘর থেকে সরিয়ে ফেলুন। ঘরে ঠাকুরের ভাঙা মূর্তি রাখা অত্যন্ত অশুভ হিসেবে বিবেচিত। শুক্রবার জলে ভাসিয়ে দিন। দেবদেবীর মূর্তি ছাড়াও ঘরে কোনও জিনিস ভাঙা অবস্থায় জমিয়ে রাখবেন না।

৪. ভাঙা বাসন রাখা দেওয়া বাস্তু মতে অত্যন্ত অশুভ। এর ফলে দেবী লক্ষ্মী রুষ্ট হন। ভাঙা বাসন ঘরে থাকা মানে লক্ষ্মীকে অপমান করা বলে মনে করা হয়। আপনার জীবনে খারাপ সময় শুরু হতে পারে। ভাঙা পাত্রে খাবার খেলে বিপদ নেমে আসবে। রান্নাঘর ঠিক করে পরিষ্কার করুন এবং ভাঙা অপ্রয়োজনীয় বাসনপত্র সরিয়ে দিন।

৫. ভাঙা আলমারি রাখার মতো অশুভ আর কোনও কিছুতে নেই। আপনি জামাকাপড়, গয়নাগাটি ও জরুরি কাগজপত্র রাখেন। অগোছালো আলমারি জীবনে অশুভ প্রভাব বিস্তার করে। তাই ঘরে কোনও ভাঙা আলমারি থাকলে শুক্রবার অবশ্যই তা বাড়ির বাইরে বের করে দিন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন