দামামা বেজে গেল উপনির্বাচনের ! ঘোষণা দিনক্ষণ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : যাবতীয় জল্পনার অবসান হল। ভবানীপুর সহ দুই কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। ভোট হবে সাধারণ নির্বাচনে বাদ থাকা মুর্শিদাবাদের দুই কেন্দ্র জঙ্গিপুর এবং সমশেরগঞ্জেও। আগামী ৩০ সেপ্টেম্বর  রাজ্যের এই ৩ কেন্দ্রে ভোটগ্রহণ। ফল ঘোষণা হবে আগামী ৩ অক্টোবর।

বিবৃতি দিয়ে কমিশনের তরফে জানানো হয়েছে, ভবানীপুর-সহ রাজ্যের ৩ কেন্দ্রের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ৬ই সেপ্টেম্বর। আর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ সেপ্টেম্বর। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ হবে ৩০ সেপ্টেম্বর। ৩ অক্টোবর ফলপ্রকাশ। ফলে নির্বাচনের ফের দামামা বেজে গেল।

avilo home

উপনির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে মতামত জানতে চেয়েছিল কমিশন। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতামত জানিয়েছে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসন ও রাজ্যের নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনকে রাজ্যের মুখ্যসচিব আলাদা করে চিঠি লিখে জানিয়ে দেন, রাজ্য প্রশাসন পুজোর ছুটির আগে উপনির্বাচনের পক্ষে। প্রস্তাব এবং করোনা পরিসংখ্যান দেখে  আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে ভোটগ্রহণের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পরে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন পড়েছে। তৃণমূল সূত্রের খবর, উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে হেরেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারির কাছে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন