Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বাবা লোকনাথ যিনি একধারে ছিলেন সাধক অন্যদিকে ছিলেন মহাযোগী। বারোদির ব্রহ্মচারী আমাদের কাছে আজও স্বরণীয়।
ব্রহ্মচর্য পালনের জন্য বনে গমন করেছিলেন লোকনাথ। নিজের গুরুর আশীর্বাদে হিমালয়ের পর্বতের গুহায় একশো বছর তপস্যা করে সিদ্ধি লাভ করেন এবং ঈশ্বরের দেখা পান। দেব দর্শনের পর তিনি মানব কল্যাণ ও উদ্ধারের জন্য লোকালয়ে ফিরে আসেন।
নানা উপদেশ দিয়ে ব্যক্তিকে সঠিক পথ প্রদর্শন করেন বাবা লোকনাথ। তাঁর কিছু অমূল্য বাণীগুলি এখানে দেখে নেওয়া যাক।
১. যাহারা আমার নিকট আসিয়া আশ্রয় গ্রহণ করে, তাহাদের দুঃখে আমার হৃদয় আদ্র হয়।
আমার দয়া, আমার শক্তি যা তাহাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয়।
২. সত্যের মতো পবিত্র আর কিছুই নেই।
৩. অন্ধকার ঘরে থাকিলে, তোকে যদি কেহ জিগ্যেস করে তুই কে? তুই বলিস ‘আমি’।
নামে নামে এত মিত্রতা হয় আমিতে আমিতে কী কোনও মিত্রতা হইতে পারে না?
৪. গর্ব করবি, কিন্তু আহাম্মক হবি না। ক্রোধ করবি, কিন্তু ক্রোধান্ধ হবি না।
৫. যিনি সকলের সুহৃদ, যিনি কায়মনো বাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনিই যথার্থ জ্ঞানী।
৬. অর্থ উপার্জন করা, রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়। অর্থ ব্যয় হলে বা চুরি হলে চিন্তা করে কোনও লাভ নেই।
৭. ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন।
৮. যিনি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ন আর কখনও আপন সন্তানকে পরিত্যাগ করে না, এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি।
৯. দীন, দরিদ্র, অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাব, আমি গ্রহণ করব। সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি।
১০. জগতের কথা মুখে বলা যায় না, বলতে গেলেই কম পড়ে যায়। বোবা যেমন মিষ্টির স্বাদ বলতে পারে না, সেই রকম।
১১. আমিও তোদের মতোই খাই-দাই, মল-মূত্র ত্যাগ করি। আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি। আমি যে কে, তা আর কাকে বোঝাবো, সবাই তো তার ছোট ছোট চাওয়া নিয়েই ভুলে রয়েছে আমার প্রকৃত আমি কে।
১২. অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতো চলছে।
১৩. রণে, বনে, জঙ্গলে যখনই বিপদে পড়বি, আমাকে স্মরণ করবি, আমিই রক্ষা করবো।
১৪. সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায়। প্রতিটি সৃষ্টি বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে স্বমহিমায় আছে।
১৫. যা মনে আসে তাই করবি, কিন্তু বিচার করবি।
১৬. সচেতন হতে হবে। অচেতনাই জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল