Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- সকলেই চায় নিজের জীবনে যাতে আর্থিক সমস্যা না থাকে তবে জীবনে কোনও না কোনও সময় আর্থিক সমস্যার মুখোমুখি প্রায় সকলেই হয়ে থাকেন। আর এই আর্থিক সমস্যা অনেক ক্ষেত্রে বাস্তুদোষের কারণে হয়ে থাকে। এই আর্থিক সমস্যা থেকে বেরোতে সবার আগে বাস্তু দোষ কাটানো প্রয়োজন। তবে সহজ কিছু উপায়ের আমরা বাস্তুকে দোষ মুক্ত করতে পারি। তবে চলুন দেখে নেওয়া যাক কি কি উপায়ে খুবই সহজে আপনি আপনার বাস্তুদোষ কাটাবেন।
আরো পড়ুন :- সেপ্টেম্বর মাস কোন রাশির মানুষদের কেমন যাবে দেখুন একনজরে
১. সর্বদা মাথায় রাখবেন রান্নাঘরে বসে খাবার খাওয়া উচিত নয় বা রান্না করতে করতে খাবার মুখে দিতে নেই।
২. প্রতিদিন সন্ধ্যার পুজোর শেষে কর্পুর দিয়ে আরতি করতে হবে।
৩. পুজো করার সময় চন্দন ঘষে সরাসরি সেই চন্দন ঠাকুরকে দেওয়া হয় একেবারেই উচিত নয়। চন্দন ঘষার পর তা একটা পাত্রে রেখে তার পর ঠাকুরকে দিতে হয়।
৪. বাড়ির বাথরুম মাঝে মাঝে নুন দিয়ে পরিষ্কার করা অত্যন্ত ভাল। এতে বাথরুমে থাকা নেগেটিভ এনার্জি নষ্ট হয়।
৫. মাসের প্রত্যেক পূর্ণিমায় সময় চালের পায়েস তৈরি করে বাড়ির সকল সদস্যরা খান। এই পায়েস গুড় দিয়ে তৈরী করবেন না , চিনি দিয়ে তৈরি করবেন।
৬. বাড়ির ঈশান কোণে সকাল সন্ধ্যা ধূপ , প্রদীপ জ্বালার সাথে সাথে অবশ্যই ধুনো জ্বালতে হবে। বাড়ির ঈশান কোণে ধুনো জ্বাললে বাড়ি পজেটিভ এনার্জিতে ভরে থাকে এতে বাড়ির সাবিক উন্নতি হয়।
৭. বাড়ির পুজো করার সময় উলের আসন ব্যবহার করার চেষ্টা করুন। সেই আসন হলুদ, লাল বা গোলাপি হলে খুবই ভালো হয়।
৮. ঠাকুরের আসনে অনেকেই টুনি আলো বা অন্য আলোর লাইট লাগিয়ে থাকেন। এই আলো হলুদ রঙেরহলে খুবই ভালো।
বাড়িতে এই ছোট্ট নিয়ম গুলি পালন করলে বাড়ির বাস্তু দোষ দূর হবে ও পরিবারে আর্থিক উন্নতি আসবে।
আরো পড়ুন :- রোজগার করছেন অথচ টাকা ধরে রাখতে পারছেন না ? এই সহজ নিয়ম পালনে হবে সমাধান
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)