ভালো চাকরি নিয়ে চিন্তায় আছেন ? পালন করুন কিছু টোটকা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : লকডাউনের সময় বহু কোম্পানি কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে। চাকরি গিয়েছে বহু বড় কোম্পানির কর্মীদেরও। এই অবস্থায় আপনিও যদি চাকরি নিয়ে চিন্তায় থাকেন, তাহলে আপনার সাহায্য করতে পারে জ্যোতিষ শাস্ত্র। কিছু নিয়ম মেনে চললেই নিজের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। জেনে নিন ভালো চাকরি পেতে জ্যোতিষ শাস্ত্রে কী নির্দেশ রয়েছে।

১. সকালে ঘুম থেকে উঠেই নিজের দুটি হাতের তালু একসঙ্গে দেখবেন। আমাদের হাতের তালুতে লক্ষ্মীদেবী বাস করেন। ঘুম থেকে উঠেই হাতের তালু দেখলে লক্ষ্মী প্রসন্ন হন এবং অর্থপ্রাপ্তি হয়।

avilo home

২. প্রতি শনিবার কাকেদের ভাত খাওয়ানো অত্যন্ত শুভ। পেশার দেবতা হলেন শনি। তাই পেশাগত সমস্যা এড়াতে শনিকে খুশি রাখা জরুরি। তাই কাককে ভাত খাওয়ালে শনি খুশি হন।

৩. তামার পাত্রে একটু জল আর এক টুকরো গুড় নিন। সকালে এই গুড় জল দিয়ে সূর্যের আরাধনা করুন। সূর্যোদয়ের এক ঘণ্টার মধ্যেই এটা করে ফেলতে হবে।

৪. প্রতিদিন অন্তত ৩১ বার করে গায়ত্রী মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন।

৫. গণেশের পুজো করলে সব রকম বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়া যায়। প্রতিদিন গণেশের বীজমন্ত্র উচ্চারণ করুন। কর্মক্ষেত্রে সব রকম বিপদ থেকে মুক্তি পেতে রোজ উচ্চারণ করুন ‘ওম গম গণপতয়ে নমহ।’

৬. একটা পাতিলেবু নিয়ে তার মধ্যে চারটে লবঙ্গ গুঁজে দিন। সম্পূর্ণ ভক্তিভরে ২১ বার উচ্চারণ করুন ‘ওম শ্রী হনুমতে নমহ।’ এর পরে এই লেবুটা আপনার পকেটে বা পার্সে ভরে রেখে দিন। তাহলেই সাফল্য পাবেন।

৭. মানুষের সবচেয়ে বড় শত্র‌ু হল আতঙ্ক এবং ভয়। এই দুটি আপনার জীবন থেকে কর্মক্ষমতা এবং আনন্দ চুরি করে নেবে। যদি পজিটিভ চিন্তাভাবনা না থাকে, তাহলে জীবনে সাফল্য পাওয়া আপনার পক্ষে খুবই কঠিন। মন থেকে নেগেটিভ চিন্তাভাবনা দূরে সরিয়ে দিন। ভালো সময় আসবেই।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন