Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- এক কয়েকদিন আগেই ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি গিয়েছে। আর শ্রীকৃষ্ণের জন্মের পরবর্তী অষ্টমী তিথি হলো রাধাষ্টমী। এটি ভগবান কৃষ্ণের সঙ্গিনী শ্রীরাধার পবিত্র জন্মতিথি। মথুরার পবিত্র বারসনায় শ্রীরাধার জন্ম হয়েছিল । রাজা বৃষভানু এবং তাঁর স্ত্রী কীর্তি স্বর্ণপদ্মের উপর শ্রীরাধাকে পেয়েছিলেন। শাস্ত্র মতে মনে করা হয় এই দিন ভক্তিভরে রাধাষ্টমী পালন করলে মনের সব কামনা পূরণ হয়। ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথি শ্রী শ্রী রাধারানির জন্মতিথি রাধাষ্টমী।
আরো পড়ুন :- নিজের রাশি অনুযায়ী কোন গ্রহ আপনার জন্য শুভ আর কোন গ্রহ অশুভ দেখে নিন
রাধাষ্টমীর দিনক্ষণ :-
অষ্টমী তিথি শুরু , বাংলা– ২৭ ভাদ্র, সোমবার ও ইংরেজি– ১৩ সেপ্টেম্বর, সোমবার।
অষ্টমী তিথি শুরু , সময় – দুপুর ৩টে ১২ মিনিট।
অষ্টমী তিথি শেষ , বাংলা– ২৮ ভাদ্র, মঙ্গলবার ও ইংরেজি– ১৪ সেপ্টেম্বর, মঙ্গলবার।
অষ্টমী তিথি শেষ , সময়– দুপুর ১টা ১০ মিনিট।
শ্রী শ্রী রাধারানি দেবীর শুভ আবির্ভাব তিথি, শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত, দূর্বাষ্টমী ব্রত।
হিন্দু শাস্ত্র মতে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কোনো নারী ছাড়া যেমন পুরুষ অসম্পূর্ণ তেমনই পুরুষ ছাড়াও নারী অসুম্পূর্ণ। তেমনই ভগবান শ্রী কৃষ্ণের জীবনে শ্রী রাধা ছাড়া শ্রী কৃষ্ণ অসম্পূর্ণ। তাই ভগবান শ্রী কৃষ্ণের অর্ধেক অংশ জুড়ে রয়েছেন শ্রী রাধা। তাই আজ সঠিক নিয়ম পালনের মাধ্যমে শ্রী রাধা ও শ্রী কৃষ্ণের পুজো করলে আপনার মনের ইচ্ছে পূরণ হতে পারে।
তবে এই পুজো আপনাকে তিথির মধ্যেই করতে হবে। আর যদি সম্বভ হয় সন্ধ্যের সময় এই পুজো সম্পূর্ণ করতে পারেন। শাস্ত্রে কথিত আছে , ভগবান কৃষ্ণ রাধার কথা ফেলেন না। তাই তৎকালীন সময়ে শ্রী কৃষ্ণের থেকে কিছু পাবার জন্য আগে রাধার কাছে চাইতেন। ফলে রাধা যখন শ্রী কৃষ্ণকে সেই জিনিস দিতে বলতেন তখন তিনি মানা করতেন না। তাই এইদিন আপনাকেও রাধার কাছে আপনার মনের ইচ্ছের কথা জানাতে হবে। মনে করা হয় , শ্রী রাধা তার ভক্তের হয়ে শ্রী কৃষ্ণের থেকে তার ভক্তের চাওয়া চেয়ে নেন।
আরো পড়ুন :- রোজগার করছেন অথচ টাকা ধরে রাখতে পারছেন না ? এই সহজ নিয়ম পালনে হবে সমাধান
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)