আরাধনা করুন মা লক্ষীর বিভিন্ন স্বরূপের , জীবনে পাবেন সমৃদ্ধি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : ধন-সম্পদ লাভের জন্য যথাসাধ্য পরিশ্রমও করেন সবাই। হিন্দু ধর্ম মতে মা লক্ষ্মী ধন-সম্পদের দেবী। তাই পরিশ্রমের পাশাপাশি লক্ষ্মীকে প্রসন্ন করে ধন বৃদ্ধির চেষ্টা করেন অধিকাংশ ব্যক্তি। তবে শাস্ত্র অনুযায়ী মা লক্ষ্মী ৮টি স্বরূপ রয়েছে এবং এই আটটি স্বরূপের পুজোর পৃথক পৃথক ফল লাভ করা যায়। ৮টি স্বরূপের পুজো করলে তেজ, বল, সাহস, সৌন্দর্য এবং সুখ লাভ হয়। লক্ষ্মীর কোন স্বরূপের পুজো করলে কোন সমস্যার সমাধান হয়, একনজরে জেনে নিন —–

১. লক্ষ্মীর আদি স্বরূপ আদি লক্ষ্মীর। তাঁর পুজো করলে সমস্ত ধরনের সুখ-সম্পদ লাভ করা যায়।

২. মা লক্ষ্মীর পুজো করলে সাধকের জীবনের সমস্ত ধরনের আর্থিক সমস্যার সমাধান হয়। কখনও অর্থাভাব থাকে না। মা লক্ষ্মী প্রসন্ন হলে নানান উৎস থেকে আয় হয়।

avilo home

৩. যারা ঐশ্বর্য লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন, প্রচুর মান-সম্মান পেয়ে থাকেন। মান-সম্মান লাভের ইচ্ছা থাকলে লক্ষ্মীর এই স্বরূপের পুজো করা উচিত।

৪. সন্তান লক্ষ্মীর পুজো করলে সন্তান লাভ করা যায়। নিঃসন্তান দম্পতিদের ধন-ধান্যের দেবী লক্ষ্মীর পুজো করা উচিত।

৫. ধান্য লক্ষ্মীর আশীর্বাদ না-থাকলে ব্যক্তির জীবনে অন্নাভাব দেখা দিতে পারে। এই রূপের পুজো করলে সাধকের বাড়ি অন্নে পরিপূর্ণ থাকে। লক্ষ্মী তাঁদের বাড়িতে বিরাজ করেন।

৬. কৃষিকাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছে লক্ষ্মীর এই রূপ আশীর্বাদের চেয়ে কম কিছু নয়। গজ লক্ষ্মীর পুজো করলে ভালো ফসল উৎপন্ন হয়।

৭. অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে হলে বীর লক্ষ্মীর পুজো করা উচিত। সাধকের মনে আত্মবল ও সাহস জন্ম নেয়।

৮. বিজয় লক্ষ্মীর পুজোর ফলে যে কোনও ক্ষেত্রে জয় লাভ করা যায়। আশীর্বাদে শত্রু স্বয়ং পরাজয় স্বীকার করবে এবং আপনার সামনে মাথা নত করবে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন