বাড়িতে কি মাকড়সার উৎপাত বাড়ছে ? দেখুন ঘরোয়া প্রতিকার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বাড়িতে কি মাকড়সার উৎপাত বাড়ছে? যেদিকে তাকাচ্ছেন সেদিকেই মাকড়সার জাল ? তবে বিশেষ টেনশেনের কোনও কারণই নেই। খুব সহজেই এই সমস্যা থেকে দূর হওয়া সম্ভব। শুধু মানতে হবে কয়েকটা নিয়ম। দেখুন এক নজরে ——

১. চোখ-কান খোলা রাখুন। যখনই দেখবেন, আপনার ঘরের দেওয়ালে মাকড়সা জাল বুনতে শুরু করেছে, তখনই উৎখাত করুন মাকড়সাকে।

avilo home

২. সপ্তাহে অন্তত একবার ঘরের দেওয়াল ঝেড়ে ফেলুন। ময়লা জমলেই মাকড়সার সুবিধা হয় জাল বানাতে।

৩. জলের মধ্যে পাতিলেবুর রস মিশিয়ে নিন। একটি স্প্রেয়ার বোতলে সেই পাতিলেবু মেশানো জল দিয়ে মাকড়সার জালে স্প্রে করুন।

৪. দেওয়ালের কোনায় হলুদ মেশানো জল স্প্রে করুন। সপ্তাহে অন্তত একবার করুন। মাকড়সা আপনার ধারে কাছে ঘেঁষবে না।

৫. প্রথমে ১ কাপ সাদা ভিনিগার আর ১ কাপ জল ভাল করে মিশিয়ে নিন। ঘরের আনাচে কানাচে স্প্রে করুন। বিশেষ করে সেই সব কোনায় স্প্রে করুন, যেখানে মাকড়সা বেশি দেখা যায়। মাকড়সা আর আপনার ঘরের আশেপাশেও ঘেঁষবে না।

৬. বছরে একবার দেওয়ালে রং করানোর চেষ্টা করুন। নতুন রং করা দেওয়ালে মাকড়সা বাসা বাঁধতে পারে না।

৭. দেখে নিন বৃষ্টিতে আপনার দেওয়াল ভিজে ভিজে থাকছে কিনা। যদি ভিজে থাকে, তাহলে অবশ্যই মিস্ত্রির পরামর্শ নিন। ভিজে দেওয়ালে মাকড়সা কিন্তু বাসা বাঁধে।

বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর সুস্থ থাকুন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন