জন্মমাস অনুযায়ী পালন করুন কিছু টিপস , পাবেন সাফল্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : জীবনে সফলতা কে না চায়। সকলেই চায় নিজের জীবনে সফল হতে। অনেকের ক্ষেত্রে দেখা যায়, সাফল্য তাঁর বাড়ির দরজায় এসে কড়া নাড়ছে। আবার অনেকে সাফল্যের পেছনে দৌড়ালেও, সাফল্য তাঁর থেকে দূরে দূরে পালায়। তবে জ্যোতিষ শাস্ত্র বলছে জন্ম মাস অনুযায়ী কিছু নিয়ম মেনে চললে, জীবনে সফলতা আসতে বাধ্য। জেনে নিন ——

বৈশাখ মাসে জন্মগ্রহণ করা সকলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তামার পাত্রে জল নিয়ে, সেই জল খাওয়ার সঙ্গে দু তিনটি এলাচ চিবিয়ে খেয়ে নেবেন।

জৈষ্ঠ্য মাসে জন্ম গ্রহণ করা সবাই রোজ সকালে সূর্যদেবের দিকে জল অর্পণ করুন।

আষাড় মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা গায়ত্রী মন্ত্র জপ করবেন ও গাঢ় সবুজ রঙের পোশাক পড়বেন।

avilo home

শ্রাবণ মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা শিবের মাথায় বেল পাতা ও ফুল অর্পণ করে জল ঢালুন। সবুজ রঙের পোশাক পড়ুন।

ভাদ্র মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা রাতে শোওয়ার আগে ঈশ্বরের নাম জপ করবেন।

আশ্বিন মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা রূপোর গয়না পড়বেন। সাদা রঙের পোশাক পড়বেন।

কার্তিক মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কার্তিক মাস জুড়ে সন্ধ্যা বেলায় ঠাকুর বেদির সামনে প্রদীপ জ্বালাবেন।

অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কপালে লাল চন্দনের টিপ পড়বেন ও মেরুন রঙের পোশাক পড়বেন।

পৌষ মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা অফিসে ব্যাগে বা বাড়িতে বালিশ কভারের মধ্যে কাঁচা হলুদ রেখলে ফল পাবেন।

মাঘ মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা শক্তি মন্ত্র জপ করবেন এবং কালো রঙের পোশাক পড়বেন।

ফাল্গুণ মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা দরিদ্র মানুষকে দান করার ও নীল রঙের পোশাক পড়ুন।

চৈত্র মাসে জন্মগ্রহণ করা ব্যক্তিরা প্রতিদিন নিয়ম করে সকাল সন্ধে গায়ত্রী মন্ত্র জপ করুন এবং গোলাপি রঙের পোশাক পড়বেন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন