জানুন , জন্মছকে কোন যোগ থাকলে প্রেম করে বিয়ে হয়।

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :-  শাস্ত্র মত বৈবাহিক জীবন সকলের পালন করা উচিত। আর এই বৈবাহিক জীবন নিয়ে নানান প্রশ্ন থাকে মানুষের মনে। যে তার বিবাহিত বিবাহিত জীবন কেমন হবে বা তার জীবন সঙ্গী কেমন হবে। এর সাথে মানুষের মনে প্রশ্ন থাকে যে তার বিয়ে কি প্রেম করে হবে না সম্বন্ধ দেখে হবে। জন্ম ছকের মাধ্যমে বলে দেওয়া যায় যে মানুষের বিবাহ কিভাবে হতে পারে। তবে চলুন দেখে নেয়া যাক মানুষের জন্ম ছকে কোন কোন যোগ থাকলে প্রেম করে বিয়ে হয়।

আরো পড়ুন :- ধনী হতে চাইলে সকালে বিছানায় করুন এই কাজ

১. জন্মছকের পঞ্চমভাবে শুক্র আর চন্দ্রের যোগ থাকলে , পঞ্চমপতির শুক্র আর চন্দ্রের সঙ্গে সম্বন্ধ প্রেম বিবাহ যোগ তৈরি করে।

২. জন্মছকের পঞ্চমভাব এবং সপ্তমভাবের অধিপতিদের পরিবর্তন যোগ, পঞ্চমপতি এবং সপ্তমপতির যুক্তি তথা পঞ্চমপতি আর সপ্তমপতির মধ্যে দৃষ্টি সম্পর্ক থাকলেও  প্রেম করে বিয়ে হতে পারে।

৩. জন্মছকে পঞ্চমভাব, সপ্তমভাব তথা একাদশভাবের অধিপতিদের মধ্যে পরস্পর সম্বন্ধ থাকলে জাতক – জাতিকার প্রেম বিবাহ যোগ তৈরি হয়।

niladri misra

৪. মঙ্গল যদি পঞ্চমভাব বা তার অধিপতির সঙ্গে সম্বন্ধিত হয় , তাহলে জাতকের প্রেম বিবাহ যোগ তৈরি হয়।

৫. জন্মছকে মঙ্গল যদি সপ্তমভাবে বা স্বামীর সঙ্গে সম্পর্কযুক্ত হয়, তা হলে জাতিকার প্রেম বিবাহ হতে পারে।

৬. জন্মছকে যখন শুক্র শনি অথবা রাহু দ্বারা দৃষ্ট থাকে বা শুক্রের শনি অথবা রাহুর সঙ্গে যুক্ত থাকে তখন প্রেম বিবাহের যোগ তৈরি হয়ে থাকে।

৭. জন্মছকে শুক্র এবং বৃহস্পতির সম্বন্ধিত যোগ জাতক -জাতিকাদের মধ্যে আধ্যাত্মিক প্রেম যোগ তৈরি করে।

৮. জন্মছকে শুক্র আর চন্দ্রের যোগ জাতকের প্রেমের মধ্যে রসিকতা, আকর্ষণ, একাত্মতা তৈরি করে। এই যোগের ফলে অনেক জাতকের বিবাহ বহির্ভুত সম্বন্ধ হতে দেখা যায়।

৯. পঞ্চমভাবের অধিপতির সপ্তমভাবের সঙ্গে জাতক ও জাতিকাদের  প্রেম বিবাহ হয়ে থাকে।

আরো পড়ুন :- বাস্তুকে ত্রুটিমুক্ত রাখতে এবং পারিবারিক আর্থিক উন্নতির জন্য করুন এই সহজ কাজ

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন