মানিপ্ল্যান্টের এইসব গুন পরিবারের অর্থভাগ্যকে এগিয়ে নিয়ে যাবে

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- আমরা সকলেই এই মানিপ্ল্যান্ট গাছের নাম শুনেছি। এই গাছের নামের সাথে তার কাজের মিল রয়েছে। আমরা অনেকেই বাড়িতে মানিপ্ল্যান্ট গাছ রেখে থাকি বা অনেকেই আছেন যারা বাড়িতে মানিপ্ল্যান্ট গাছ রাখবেন ভাবছেন। তবে বাড়িতে মানিপ্ল্যান্ট রাখলে কিছু নিয়ম মেনে চলতেই হবে। এই নিয়মগুলি মেনে না চললে পারিবারিক আর্থিক ক্ষতির আশঙ্কা থেকে যায় ।

আরো পড়ুন :- আসছে দেবীপক্ষ , মায়ের আশীর্বাদ পেতে ও পরিবারে শান্তি ফেরাতে এই নিয়ম মানতে ভুলবেন না

আমরা সকলেই চাই নিজের আর্থিক উন্নতি হোক । নিজের ও পরিবারের আর্থিক বৃদ্ধি সকলেরই আশা থাকে।  আমরা সকলেই জানি , বাড়িতে মানিপ্ল্যান্ট গাছ রাখা অত্যন্ত শুভ। মানিপ্ল্যান্ট গাছ যে কোনও বাড়িতেই রাখা যায়। তবে অবশ্যই অত্যন্ত যত্ন সহকারে এই গাছ বাড়িতে রাখতে হবে। তবেই সংসারে উন্নতি আসবে। তবে সঠিক নিয়ম এবং এই গাছের যত্ন যদি সঠিক ভাবে না করা হয় তবে এর উল্টোটা হতে দেখা যায়। তবে চলুন মানিপ্ল্যান্ট গাছ রাখার সঠিক নিয়ম গুলি দেখে নেওয়া যাক।

niladri misra

১. বাড়িতে থাকা মানিপ্ল্যান্ট গাছের পাতা যদি হলুদ হয়ে যায় বা শুকিয়ে যায় তবে দ্রুত সেই পাতা গাছ থেকে তুলে ফেলতে হবে।

২. মানিপ্ল্যান্ট গাছ বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে রাখতে নেই। এতে পরিবারের মানুষের মধ্যে সম্পর্ক খারাপ হয়।

৩. এই গাছ বাড়ির এমন জায়গায় রাখতে হবে যেন তা সব সময় মাথার ওপরে থাকে। ফলে ঝুলিয়ে বা বাড়ির উঁচু জায়গায় রাখলে ভালো।

৪. এই গাছ কখনওই সরাসরি মাটিতে বসাবেন না। এটি টবে বসাতে হবে।

৫. এই গাছ নীল রঙের টব বা ফুলদানিতে রাখলে সবচেয়ে ভালো।

৬. মানিপ্ল্যান্ট গাছ রাখতে হবে বাড়ির উত্তর বা পূর্ব কোণে। এই কোন দুটি সবচেয়ে উপযুক্ত। তবে মানিপ্ল্যান্ট গাছ বাড়ির উত্তর-পূর্ব কোণে রাখা যাবে না। এতে আর্থিক সমস্যা হতে পারে। এই জিনিসটি মাথায় রাখবেন।

আরো পড়ুন :– এই রাশির মানুষরা সর্বদা নিজ মর্জির মালিক হন , আপনিও কি আছেন তাঁর মধ্যে ?

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন