রাশি পরিবর্তন করলো বৃহস্পতি , কোন রাশি কেমন ফল পাবে দেখে নিন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- মকর রাশিতে বক্রগতিতে অবস্থান করছে শনি। বৃহস্পতির মকর রাশিতে পুনর্গমনের কারণে শনি এবং বৃহস্পতি একই রাশিতে অবস্থান করছে। একই রাশিতে একাধিক গ্রহের অবস্থান জ্যোতিষ শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই সংযোগে কোন রাশিতে কী প্রভাব ফেলবে সেই সম্বন্ধে বলতে গেলে আগে গ্রহদের সম্বন্ধে জানা প্রয়োজন। বৃহস্পতি হলো দেবগুরু , জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা, সন্তান ইত্যাদির কারক। শনি কর্মের কারক ছাড়াও ন্যায়, বাস্তবতা ইত্যাদির কারক। চন্দ্র মনের কারক মা, ভ্রমণ ইত্যাদির সঙ্গে সম্পর্কিত। তবে এই সময় নিজের পরে থাকা কাজ শেষ করুন।

আরো পড়ুন :- আসছে দেবীপক্ষ , মায়ের আশীর্বাদ পেতে ও পরিবারে শান্তি ফেরাতে এই নিয়ম মানতে ভুলবেন না

১. মেষ রাশির দশম বা কর্মক্ষেত্রে বৃহস্পতি শনির যোগের প্রভাবে কর্মক্ষেত্রে অনুকূল প্রভাব বা ফল প্রাপ্তির সম্ভাবনা। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। অসমাপ্ত কাজ শেষ করুন।

২. বৃষ রাশির নবমে বা ধর্মস্থানের উপর প্রভাব পড়বে। ধর্মীয় কাজে আশক্তি বাড়বে। ধর্মীয় স্থানে ভ্রমণ, ধর্মীয় এবং সামাজিক কাজে সুনাম বাড়বে।

৩. মিথুন রাশির শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যার ফলে স্বাস্থ্যের প্রতি সচেতনতা অবলম্বন জরুরী হয়ে ওঠে।

৪. কর্কট রাশির বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা বা বাণিজ্যে সাফল্যের সম্ভাবনা রয়েছে। সম্মান বৃদ্ধি পাবে , দাম্পত্য সুখের ক্ষেত্রে প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ।

niladri misra

৫. সিংহ রাশির এই সময় স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে। যেকোনো প্রকার মামলা এই সময় এড়িয়ে যাওয়া উচিত। আর্থিক খরচ বৃদ্ধি পেতে পারে।

৬. কন্যা রাশির জাতক প্রেম-প্রীতির ক্ষেত্রে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। পেশাগত শিক্ষার্থী বা উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। আয় বা লাভের ক্ষেত্রে শুভ। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।

৭. তুলা রাশির বাড়িতে ধর্মীয় বা শুভ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। সাময়িক অবস্থানের পরিবর্তন হতে পারে।

৮. বৃশ্চিক রাশির অলসতার কারণে কোনো ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। আয় বৃদ্ধি পাবে।

৯. ধনু রাশির জাতকের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা প্রয়োজন রয়েছে। আর্থিক দিক ঠিক থাকবে।

১০. মকর রাশির এই সময় হজম সংক্রান্ত সমস্যা, গাঁটে ব্যথার সম্ভাবনা। হঠাৎ খ্যাতি বা পদোন্নতির সম্ভাবনা। দাম্পত্যসুখ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

১১. কুম্ভ রাশির এই সময় খরচ বৃদ্ধি পাবে। কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা রয়েছে । তবে বিদেশ ভ্রমণও হতে পারে। মামলা সংক্রান্ত বিষয়ে বিশেষ সচেতনতার প্রয়োজন রয়েছে ।

১২. মীন রাশির এই সময় সামাজিক মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে । এই সময় প্রেমের ক্ষেত্রে খুব একটা ভাল ফল পাবেন না।

আরো পড়ুন :- মানিপ্ল্যান্টের এইসব গুন পরিবারের অর্থভাগ্যকে এগিয়ে নিয়ে যাবে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন