Samsung প্রথম ভারতে 6000 mAh ব্যাটারীর ফোন লঞ্চ করছে। জানুন কি কি আছে এই ফোনে

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অজয় দাস :- ভারতের বাজারে Samsung এই প্রথম 6000 mAh ব্যাটারীর ফোন লঞ্চ করতে চলেছে। এর আগে Samsung ভারতের বাজারে প্রথম 5000 mAh ব্যাটারীর ফোন লঞ্চ করে ছিল। তবে এই ফোনে এছাড়াও অনেক কিছু আছে। Samsung এই ফোনটির নাম দিয়েছে Samsung Galaxy M31 . চলুন দেখে নেওয়া যাক কি কি থাকছে এই ফোনে।

ব্যাটারী :- এই ফোনে এখনকার মধ্যে সবচেয়ে বেশি ব্যাটারী দেওয়া হয়েছে ৬০০০ এম এ এইচ। 6,000 mAh

ক্যামেরা :- এই ফোনে ৬৪ মেগা পিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে। তবে সামনে কত মেগা পিক্সাল ক্যামেরা দেওয়া হয়েছে তা জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে ২৫ বা ৩২ মেগা পিক্সাল ক্যামেরা দেওয়া হতে পারে সামনে।

স্টোরেজ :- এই ফোনটি প্রথমে একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে ৪ জিবি + ৬৪ জিবি।

samsung galaxy m31 mobile lunch date and review

ডিসপ্লে :- এই ফোনে অন্যান্য ফোনের মতোই ৬.৪ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে এই ফোনের ডিসপ্লে একটু আলাদা। এখানে এমোলেড (AMOLED)ডিসপ্লে দেওয়া হয়েছে। যা আপনার ডিসপ্লেকে আরো সুন্দর করে তুলবে।

এই ফোনটি আপনি ২৫ শে ফেব্রূয়ারি দুপুর ১ টার সময় আমাজন থেকে কিনতে পারবেন। তবে স্যামসুং বা আমাজনের পক্ষ থেকে এই ফোনের দাম জানানো হয়নি। মনে করা হচ্ছে কয়েক দিনের মধ্যেই দাম জানানো হবে।

[ আরো পড়ুন :- Realme লঞ্চ করতে চলেছে তার প্রথম 5G স্মার্ট ফোন। জানুন কি কি থাকছে এই ফোনে ]

Bangla news dunia Desk

মন্তব্য করুন