পঞ্চভূত কি ? জীবনে প্রভাব গুলি দেখুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : সমরাঙ্গন সূত্রধার অনুযায়ী, ‘বাস্তু সম্মত বাড়িত বসবাস করা ব্যক্তি সুখ, সমৃদ্ধি, সৎবুদ্ধি পায়। বাস্তু নিয়ম অনুযায়ী পঞ্চতত্বের সঙ্গে মিশে এই সৃষ্টি হয়েছে। আকাশ, পৃথিবী, জল , বায়ু ও অগ্নি হল পঞ্চতত্ব। কোনও নিবাস স্থানে ভারসাম্যযুক্ত পঞ্চতত্বের উপস্থিতি অনিবার্য। বাড়িতে পঞ্চভূতের ভারসাম্য রেখে তৈরি করা হলে তাতে বসবাসকারী ব্যক্তিদের শারীরিক ও আন্তরিক শক্তি মহাভূতের সঙ্গে সামঞ্জস্য স্থাপন করে ব্যক্তিকে সুস্থ রাখবে।

আকাশ তত্বের অধিপতি বৃহস্পতি ও দেবতা ব্রহ্মা। ব্যক্তিকে শ্রবণ শক্তি প্রদান করে। বাড়ির উত্তর-পূর্ব কোণ ও ব্রহ্মস্থান আকাশ তত্ব দ্বারা পরিাচালিত হয়। সেই দিককে স্বচ্ছ, খোলা ও হাল্কা রাখা উচিত। এই স্থান শান্তিপাঠ, আত্মনিরীক্ষণ, ঠাকুরঘর ও যোগের জন্য সর্বোত্তম। বৌদ্ধিক বিকাশ, মানসিক শান্তি বা আধ্যাত্মিক সমৃদ্ধির জন্য এই দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত।

avilo home

এটি এমন একটি আধার, যার ওপর তিনটি তত্ব, জল, অগ্নি ও বায়ু সক্রিয় থাকে। পৃথিবী ব্যক্তিকে ঘ্রাণ শক্তি দেয়। এই স্থানে ভারী নির্মাণ শুভ। এই দিকে শয়নকক্ষ থাকা লাভপ্রদ। দক্ষিণ-পশ্চিম পৃথিবী তত্ব দুর্বল হলে পারিবারিক সম্পর্কে নিরাপত্তাহীনতার মনোভব জন্ম নেয়। বাস্তু মতে, দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমকে বিসর্জনের জন্য উত্তম মনে করা হয়। তাই দিকে শৌচালয় নির্মাণ করা যায়।

বাড়ির উত্তর ও উত্তর-পূর্ব দিক জল তত্বের সঙ্গে সম্পর্কযুক্ত। হ্যান্ডপাম্প, জমির নীচের জলের ট্যাঙ্ক, আয়না অথবা আতস কাঁচ জল তত্বের প্রতিনিধিত্ব করে। বাড়ির পূর্ব দিকে স্নানকক্ষ থাকা ভালো। আবার উত্তর-পশ্চিম দিকে সেপ্টিক ট্যাঙ্ক থাকলে লাভ হয়।

সূর্য ও মঙ্গল অগ্নি প্রধান গ্রহ। তাই এঁদের অগ্নির অধিপতি মনে করা হয়। বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে অগ্নির আধিপত্য থাকে। অতএব রান্নাঘর, বৈদ্যুতিন মিটার ইত্যাদি আগ্নেয় কোণে রাখা উচিত। বাড়িতে অগ্নি তত্বের মধ্যে ভারসাম্য থাকলে নিরাপত্তা বজায় থাকে।

বাড়ির উত্তর-পশ্চিম দিক বায়ুতত্বের প্রাধান্য থাকে। এই দিকের অধিপতি বরুণ। বাস্তুতে এই দিককে সংবাদের দিক বলা হয়। বাড়ির এই তত্ব দুর্বল হলে সামাজিক সম্পর্ক ভালো থাকে না এবং মান-সম্মানে অভাব দেখা দেয়।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন