আপনি কি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ? তবে সাথে রাখুন এই তিনটি পাতা

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- আমাদের জীবন সর্বদা সমান ভাবে কাটে না। কখনো ভালো সময় আসে আবার কখনো খারাপ সময়। তবে অনেকে আছে যাদের সর্বদাই খারাপ সময় যায়। আর এই সময় কখন কী করায় তা আমরা কেউই সঠিক ভাবে বলতে পারি না। আর যখন মানুষের সময় ভাল থাকে তখন মানুষ তাঁর বিশেষ গুরুত্ব বুঝতে পারে না। কিন্তু খারাপ সময়ে মানুষ সময়ের গুরুত্ব ভালো ভাবেই বুঝতে পারে , তখন মানুষের মানুষের চোখ খুলে যায়। আর ভাল সময়ের মেয়াদ মানুষের কাছে খুব কম বলে মনে হয়। কিন্তু খারাপ সময় জীবন থেকে যেন যেতেই চায় না , আঁকড়ে ধরে রয়েছে বলে মনে হয়।

আরো পড়ুন :- আগামী সোমবার শনির অবস্থান পরিবর্তন হচ্ছে , ফলে ভাগ্য পাল্টাতে পারে এই ৫ রাশির

তাই আপনাকে সর্বদা মনে রাখতে হবে , জীবনে যে কোনও মুহূর্তে খারাপ সময় আসতে পারে। আর্থিক , পারিবারিক বা সন্তানদের নিয়ে সমস্যা এছাড়াও বিভিন্ন সমস্যা আসতেপারে। তবে যখন মানুষের জীবনে খারাপ সময় আসে তখন খুব বেশি বিচলিত না হয়ে শান্ত থেকে সেই সমস্যার সমাধান বার করতে হয়।

niladri misra

জ্যোতিষ শাস্ত্রে দারিদ্রতা এবং জীবনের খারাপ সময় কাটিয়ে ওঠার নানা টোটকা বা পন্থার কথা বলা আছে। সে সব টোটকা যদি কোনো মানুষ সঠিক নিয়মে পালন করে  তাহলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় জীবনে । তবে চলুন দেখে নেওয়া যাক সেই টোটকা গুলি কি কি।

সপ্তাহের যে কোনো দিন করতে পারেন এই টোটকাটি । তবে সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এই তিনদিন করলে বেশি সুফল পাওয়া যায়। সকালবেলা স্নান করে একটি  তুলসীপাতা , অশ্বত্থপাতা এবং বটপাতা সংগ্রহ করে নিজের ইষ্টদেবতার চরণে ছুঁইয়ে নিজের টাকা রাখার জায়গায় বা ব্যবসা করলে ক্যাশ বাক্সে রেখে দিন।

তবে এই পাতাগুলো কয়েকদিন পরে শুকিয়ে গেলে আবার নতুন পাতা সংগ্রহ করে একই ভাবে টোটকাটি পালন করতে হবে এবং পুরনো শুকনো পাতাগুলো জলে ভাসিয়ে দিতে হবে। এই টোটকাটি এই ভাবেই পালন করে যেতে পারলে জীবনে খুবই শুভ ফল পাবেন।

আরো পড়ুন :- হাতের তালুতে প্রচুর রেখা থাকার বৈশিষ্ট্য কী ? থাকলে কী করা উচিত জানুন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla news dunia Desk

মন্তব্য করুন