Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : পুজোর আগে আংশিক মেঘাচ্ছন্ন শহরের আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে শনিবার। কলকাতার তাপমাত্রা কমবে না। বরং ধীরে ধীরে তা বাড়বে। পুজোয় সেভাবে বৃষ্টিপাত হবে না কলকাতায়। অস্বস্তি বাড়বে বেশ খানিকটা।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস জানিয়েছেন, বর্তমানে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’-তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী ১৩ অক্টোবর থেকে বৃষ্টি শুরু হবে রাজ্যে। কারণ উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা ওডিশা এবং অন্ধ্র উপকূলের দিকে সরে যাবে। আগামী ১৩, ১৪ এবং ১৫ অক্টোবর রাজ্যের উপকূলবর্তী জেলা গুলিতে বৃষ্টি বাড়াবে।
এই মুহূর্তে পূর্ব ভারতে কোনও সিনপটিক সিচুয়েশন নেই। দিল্লির উত্তর এবং উত্তরপশ্চিম দিক থেকে বায়ু আমাদের রিজিওনে ঢুকছে। সেই কারণেই আর্দ্রতা কমতে শুরু করে দিয়েছে। তাপমাত্রাও অনেকটা বেড়ে গিয়েছে। ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘুরপাক খাচ্ছে কলকাতার তাপমাত্রা।
বর্তমানে বৃষ্টিপাত অনেকটা কমেছে। আজ রাজ্যে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পশ্চিমের জেলাগুলিতে ও হালকা বৃষ্টি হবে। তবে পুজোতে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। দিনের বেলা শহরের তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। রাতে তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রির কাছাকাছি থাকবে।’
উল্লেখ্য, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও। পুজোর মধ্যে সেভাবে বৃষ্টি হবে না উত্তরের জেলা গুলিতে। এমনটাই পূর্বাভাস।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল