Weather Update : রাজ্যবাসীর জন্য দুঃসংবাদ দিল হাওয়া অফিস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : পুজোতে আশার আলো দিয়েছিল হাওয়া অফিস। জানা যাচ্ছিল, পুজোর সময় রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। কিন্তু এবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। পুজোয় নিস্তার নেই। ভিজতে পারে বাংলা। পুজোর দিন গুলিতে রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা দোলাচলে ছিলেন সাধারণ মানুষ। আবহাওয়া দফতর জানিয়েছিল , বর্ষা বিদায়ের পালা। রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু নিম্নচাপ কিছুতেই পিছু ছাড়তে নারাজ।

avilo home

হাওয়া অফিস জানাচ্ছে, আন্দামান সাগরে অবস্থানরত ঘূর্ণাবর্ত, যা ওডিশা এবং অন্ধ্র উপকূলের দিকে সরবে। রবিবার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অষ্টমীর দিন থেকে ফের বাড়বে বৃষ্টিপাত। ১৩, ১৪ এবং ১৫ অর্থাৎ অষ্টমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে আংশিক মেঘলা।

এদিকে শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও হতে পারে ভারী বৃষ্টিপাত। ১০ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলা গুলি ভিজতে পারে। কলকাতার তাপমাত্রা বৃদ্ধি এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্য অস্বস্তি বাড়াবে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির কাছাকাছি হতে পারে জানা গিয়েছে এমনটাই।

উল্লেখ্য, ধীরে ধীরে সারা দেশ থেকে বিদায় নিতে শুরু করেছে মৌসুমী বায়ু। ধীরে ধীরে বাংলা থেকেও বিদায় নেবে বর্ষা, জানা গিয়েছে এমনটাই। প্রসঙ্গত, এই বারে বর্ষা বিদায়ে সময় এসেছে। অন্যান্য বছরের তুলনা বেশি দিন স্থায়ী হয়েছে মৌসুমী বায়ু।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন