Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : পুজোয় অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। বিধাননগর স্টেশনে দাঁড়াবে না কোনও ট্রেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে দশমীর ভোর ৪টে পর্যন্ত বিধাননগরে নির্দেশিকা বহাল থাকবে। মূলত লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভিড়ের জেরে বিধাননগর স্টেশনে যাত্রীচাপ বাড়ছিল। এর জেরেই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘করোনা আবহে অতিরিক্ত ভিড় এড়াতে আজ বিকেল ৪টে থেকে আগামীকাল ভোর ৪টে পর্যন্ত বিধাননগর স্টেশনে কোনও ট্রেন দাঁড়াবে না।’ শ্রীভূমির বুর্জ খলিফার জেরে এই যাত্রীচাপ হচ্ছে। ফলে কড়া সিদ্ধান্ত।
বুর্জ খলিফা পুজো মণ্ডপ দেখতে এই স্টেশনে নেমেই লেকটাউন অভিমুখী হচ্ছিলেন দর্শনার্থীরা। সেই থেকেই স্টেশনে অতিরিক্ত ভিড় হচ্ছিল। যা নিয়ন্ত্রণে এবার কঠোর ব্যবস্থা নিল কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে শিয়ালদা শাখার নবমী-দশমী স্পেশ্যাল নাইট ট্রেন। অষ্টমী, নবমী ও দশমীর জন্য শিয়ালদা শাখার বনগাঁ, রানাঘাট, ডানকুনি, বারুইপুর ও বজবজ সহ মোট পাঁচ ডিভিশনে সাতজোড়া স্পেশ্যাল নাইট সার্ভিস ট্রেন চালু করা হয়। কিন্তু নাইট সার্ভিস স্পেশ্যাল বন্ধ করার সিদ্ধান্তের পাশাপাশি বিধাননগর স্টেশনে ট্রেন না দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা পুলিশের তরফে পূর্ব রেলের এই ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি সোশাল মিডিয়ায় পোস্ট করে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। দিন দিন বেড়ে চলা জনপ্লাবনে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা আরও বাড়িয়ে তুলছিল। অষ্টমীর বিকেল থেকে ভিড় যেন সব রেকর্ড ছাপিয়ে যায়। কার্যত স্তব্ধ হয়ে পড়ে লেকটাউন উল্টোডাঙা চত্বরের যান চলাচল। এবার মণ্ডপের দরজাই বন্ধ করে দেওয়া হল।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল