মহাজাগতিক বিপদ থেকে রক্ষা পেল পৃথিবী ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : সৌর ঝড়ের কবল থেকে রক্ষা পেল পৃথিবী। গত ১২ অক্টোবর সেই ঝড় আছড়ে পড়েছিল। কয়েক দিন আগে থেকেই আশঙ্কা ছিল। অবশেষে সেই ঝড় আছড়ে পড়ে পড়লেও স্বস্তির কথা হল তার প্রকোপ বেশি ছিল না। অন্যথায় বড়সড় সমস্যায় পড়তে পারত ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা।

সৌরঝড় ঠিক কী ? সূর্য থেকে পৃথিবীর দিকে তড়িচ্চুম্বকীয় কণা এগিয়ে আসে। এর ফলে তৈরি হয় সৌর বাতাস। সেই বাতাসকে পৃথিবী তার মেরুদেশে পাঠিয়ে দেয়। সৌর বাতাসের থেকে কোনও বড় ক্ষতির মুখে পড়তে হয় না আমাদের গ্রহকে। কিন্তু একশো বছরে একবার সৌর বাতাস থেকে সৃষ্টি হয় সাংঘাতিক সৌর ঝড়ের। গবেষকদের আশঙ্কা, এর ধাক্কায় বড়সড় ক্ষতি হতে পারে পৃথিবীর। নানা প্রযুক্তি ক্ষেত্র গুলির ক্ষতি বেশী হয়।

avilo home

তবে এই বারের সৌর ঝড় তত বিপজ্জনক ছিল না। যার কেপি সূচক ছিল মাত্র ৬। তবে যদি তা ৯ হত, তাহলে বড় বিপদ হতে পারত বিশ্বের যোগাযোগ ব্যবস্থার জন্য। তবে ঝড়ের মান কম থাকলেও তা থেকে সামান্য ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। যার মধ্যে অন্যতম পাওয়ার গ্রিডের সমস্যা ও চৌম্বক ক্ষেত্রের ক্ষতি। কোনও মতে সেই সব বিপদ থেকে মুক্তি পেয়ে গিয়েছে আমাদের পৃথিবী।

সম্প্রতি গবেষকরা জানিয়েছিলেন, ১০০ বছরে অন্তত একটি সৌর ঝড় সৃষ্টি হতে পারে যা থেকে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। আর চিন্তার বিষয় আমাদের পরিকাঠামো এখনও খুব বড়সড় সৌর বিপর্যয়কে সামলানোর মতো মজবুত নয়। কতটা ক্ষতি হতে পারে, তা নিয়ে আমাদের ধারণাই নেই।” জানা যাচ্ছে, শেষবার ১৮৫৯ ও ১৯২১ সালে এই ধরনের শক্তিশালী সৌরঝড় পৃথিবীকে সামলাতে হয়েছিল। কিন্তু এখনকার ডিজিটাল যুগে এই ধরনের সৌরঝড় কখনও হয়নি। ফলে আগামী দিনের জন্য আশঙ্কা রয়েই যাচ্ছে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন