বিশেষ কিছু ফুল দিয়ে সাজান বাড়ি , পাবেন সুখ সমৃদ্ধি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : প্রত্যেকের জীবনে অবসাদ, কলহ ও দুশ্চিন্তার আনাগোনা লেগেই থাকে আর এই পরিস্থিতি বৃদ্ধি পেতে থাকে। এই পরিস্থিতিতে সুখে, শান্তিতে থাকার সমস্ত ধরনের প্রচেষ্টা করেন সকলে। জ্যোতিষ ও বাস্তুতে এমন একটি সহজ উপায়ের উল্লেখ রয়েছে, যা খুব সহজেই এই সমস্যা দূর করতে সহায়ক।

কয়েকটি ফুল গাছ আছে যা বাড়িতে লাগালে এবং তাদের সুগন্ধী ফুল বাড়িতে ফুলদানির মধ্যে রাখলে দুঃখ, কষ্ট দূর হতে পারে। ফুলের সুগন্ধে দূর হবে অবসাদ ও কলহ, জেনে নিন একনজরে —–

চাঁপা ফুলের পুজোয় ব্যবহার লক্ষ্য করা যায়। মন্দির ও আশ্রম পরিসরের পরিবেশ শুদ্ধ করার জন্য এই ফুল গাছ লাগানো হয়। চাঁপাকে কামদেবের পাঁচটি ফুলের মধ্যে অন্যতম ফুল হিসেবে গণ্য করা হয়। বাস্তুতে চাঁপা ফুলের গাছকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়।

পারিজাত ফুল জীবন থেকে অবসাদ দূর করে এবং আনন্দের আগমন ঘটায়। বিশেষত লক্ষ্মী পুজোর জন্য এই ফুল ব্যবহৃত হয়। তবে যে ফুল নিজেই গাছ থেকে ভেঙে নীচে পড়ে গিয়েছে, শুধু সেই ফুলই পুজোয় ব্যবহার করা হয়। বাড়ির আঙিনায় এই ফুল ফোটে, সেখানে সর্বদা শান্তি ও সমৃদ্ধি বাস করে।

রাতরানী বা চাঁদনীর ফুল বছরে ৫ থেকে ৬ বার এই ফুল ফোটে এবং প্রতিবার ৭ থেকে ১০ দিনের জন্য নিজের সুগন্ধ ছড়িয়ে থাকে। ফুলের সুগন্ধ পরিবেশ শান্তিময় করে তোলে। ইহার প্রভাবে দুঃখ-কষ্ট দূর হয়।

রজনীগন্ধা- অন্যতম সুগন্ধী ফুল। বাড়িতে ফুলদানির মধ্যে রজনীগন্ধা রাখলে বা আঙিনায় রজনীগন্ধার গাছ লাগালে পরিবারের সদস্যদের জীবন থেকে অবসাদ দূর হয়।

মালতী বা মল্লিকা হাল্কা সুগন্ধে মন ও মেজাজ শান্ত হয়। কুষ্ঠ, মুখ ও চোখের রোগে সুফল প্রদান করে বেল ফুল।

জুই ফুল অনেকেই বাগানে এই ফুল লাগিয়ে থাকেন। জুই ফুলের সুগন্ধে মন ও মস্তিষ্কের সমস্ত অবসাদ দূর হয় এবং পরিবেশ শুদ্ধ হয়।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন