Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- কালী পুজোর দিন রাতে অনেক গৃহস্থ বাড়িতে লক্ষ্মীপুজোও হয়ে থাকে। একে বলা হয় দীপান্বিতা লক্ষ্মী পুজো। অবাঙালিরা দিওয়ালিতে লক্ষ্মী-গণেশের পুজো করে থাকেন। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিনটি কাল নিয়ে মহাকাল। দশমহাবিদ্যার ইনি প্রথমা মহাবিদ্যা। অনন্তকালে সৃষ্টি রূপিণী পরমা প্রকৃতির রূপ এই মহাকালী। তাই পূজার দিন পালন করুন বিশেষ টোটকা —–
১. কালী পুজোর দিন সকাল থেকে সারা রাত একটা ঘি-এর প্রদীপ ঘরের ঠাকুরের আসনে জ্বালিয়ে রাখুন।
২. কালী পুজার দিন রাতে বাড়ির ছাদে একটি কালো পাঁচ-মুখী প্রদীপ জ্বালুন।
৩. কালী পুজার দিন সন্ধ্যার পর বট গাছের গোঁড়ায় তিন বার কালো তিল রাখুন। মনের আশা পূর্ণ হবে।
৪. হিন্দুধর্মের প্রাথমিক নির্দেশের মধ্যেই রয়েছে যে পুজোর ঘরে জুতো ঢোকানো চলবে না। কালীপুজোর রাতে খেয়াল রাখুন, ভুল করেও যেন কেউ জুতো পরে পুজোর ঘরে ঢুকে না পরে।
৫. আপনি কী রকম মূর্তির আরাধনা করছেন, অনেক কিছু নির্ভর করছে। মন্দিরে নানা ধরনের দেবতার পুজো করা যায়। কিন্তু গার্হস্থ্য জীবনে থেকে যখন কেউ বাড়িতেই পুজো-অর্চনা করেন, তার কিছু নিয়ম থাকে। যেমন যদি কেউ বাড়িতে শিবলিঙ্গ বসানোর পরিকল্পনা করেন, তবে তা যেন বুড়ো আঙুলের থেকে বড় না হয়।
৬. বাসি ফুল দিয়ে কখনোই পুজো চলবে না। তাই আগের দিন রাতে ফুল কিনে এনে তাই দিয়ে পরের দিন সকালে পুজো করা হয়। কালীপুজোর দিন কিন্তু এটা চলবে না। সকালে টাটকা ফুল নিয়ে এসে তবেই পুজো করুন।
৭. পরলোকগত পূর্বপুরুষের ছবি ঠাকুরঘরে রাখা বাস্তুমতে একেবারেই ঠিক নয়। এতে আপনার জীবনে অশান্তির কালো মেঘ ঘনীয়ে আসে।
৮. কোনও মূর্তি ভেঙে গেলে তা কখনোই জোড়া দিয়ে পুজো করবেন না। ভাঙা-ফাটা মূর্তি ঠাকুরঘরে রাখা একেবারেই ঠিক নয়। মূর্তি ভেঙে গেলে সঙ্গে সঙ্গেই সেখানে নতুন মূর্তি বসান
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)