Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বাংলার নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস। তারই অংশ গোবরজনা কালী মন্দির। এই পুজো দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় হয়। শুধু জেলা কেন পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও বহু মানুষ আসেন এই পুজোতে। সকলের কাছেই এই মাতৃ প্রতিমা ভীষণ জাগ্রত। বহু অলৌকিক কাহিনি জড়িয়ে রয়েছে পুজোর সঙ্গে। নাকি মায়ের কাছে মনস্কামনা করলে তা পূর্ণ হয়।
প্রায় ৪০০ বছরের প্রাচীন এই গোবরজনা কালী মন্দির। প্রথা অনুযায়ী এইরাজ্যের বা ভীন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বা বাংলাদেশ থেকে বহু মানুষ আসেন। কথিত আছে, এই গোবরজনা কালীপুজো ডাকাতদের সৃষ্টি। স্থানীয় ডাকাতদের হাতে পূজিতা হতেন দেবী। ডাকাতরা নাকি ডাকাতির আগে ও পরে শক্তির আরাধনায় গোবরজনার কালিন্দ্রী নদীর তীরে মা কালীর পুজো আরম্ভ করে। পরবর্তীতে সেই পুজো দায়িত্ব গ্রহণ করেন এলাকার চৌধুরী পরিবার। প্রায় ৪০০ বছরেরও বেশি ধরে এই পুজো হয়ে আসছে।
কালী পুজোর বাকি আর এখন হাতে গোনা কয়েকটা দিন। তারপরই এই শক্তির আরাধনা হতে চলছে। জোর প্রস্তুতি শুরু হয়েছে গোবরজনা মন্দিরে। মালদা জেলার কালীপুজো গুলোর মধ্যে প্রাচীনত্ব ও ঐতিহ্যবাহী দিক থেকে অন্যতম রতুয়া ২নং ব্লকের আড়াই ডাঙ্গা অঞ্চলের গোবরজনা গ্রামের এই কালী পুজো। যা গোবরজনা কালী পুজো বলেই খ্যাত।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরও পড়ুন : মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন। টিকা নিন আর সুস্থ থাকুন।