Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বাঙালির উৎসবের শেষ নেই। প্রতিটা উৎসবের রীতি হয় ভিন্ন। সেই রকমই একটি রীতি হল ভূতচতুর্দশী। এটি কালীপুজোর আগের দিন পালন করা হয়। ভূত চতুর্দশীর দিন বিশেষ একটি রীতি হল বাড়িতে ১৪টি প্রদীপ জ্বালানো। অনেকেরই মনে প্রশ্ন ওঠে কেন জ্বালানো হয় এই ১৪টি প্রদীপ।
১৪ প্রদীপ জ্বালানোর বিশেষ কারণ——-
এটি কার্তিক মাসের শেষ চতুর্দশীতে পালন করা হয়। এই দিন বাড়িতে নানা অশুভ শক্তি অর্থাৎ প্রেত শক্তির প্রবেশ ঘটে। এই প্রেত শক্তিদের তাড়ানোর উদ্দেশে বাড়িতে জ্বালানো হয় ১৪টি প্রদীপ।
কেন ঠিক ১৪টি প্রদীপই জ্বালানো হয়?
এর বিশেষ কারণ হল, চতুর্দশীর দিন এই রীতি পালন করা হয় তাই ১৪ সংখ্যাটিকে এতটা গুরুত্ব দেওয়া হয়। এর অপর একটি কারণ হল, মনে করা হয় এই দিন বাড়িতে বংশের পুর্ব পুরুষরা আসেন তাঁদের পরিবারের অন্যান্য সদস্যদের আশির্বাদ প্রদান করতে। বংশের ১৪ পুরুষের উদ্দেশে ১৪টি প্রদীপ জ্বালানো হয়।
বিশেষ কিছু ফলদায়ী নিয়ম ——
১. এই দিন সূর্যোদয়ের আগে স্নান করা অত্যন্ত ভাল ফল দায়ক।
২. এই দিন বাড়িতে লক্ষী কুবেরের পুজো করা খুবই শুভ।
৩. অবশ্যই প্রতিটি ঘরের কোণে প্রদীপ জ্বালতে হবে।
৪. এই দিন সন্ধ্যা বেলা কৃষ্ণের পুজো করলে বিশেষ শুভ ফল লাভ করা যায়।
৫. এই দিন মাটির প্রদীপ দান করতে হবে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
মাস্ক ব্যবহার করুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন