এক টুকরো রুটি বদলে দেবে ভাগ্য ! দেখুন সহজ টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যায় দীপাবলি উৎসব পালিত হয়। লক্ষ্মীকে প্রসন্ন করতে নানান উপায় করে থাকেন। বৈদিক ধারণায় রুটির সঙ্গে জড়িত উপায়ের উল্লেখ পাওয়া যায়। রুটির সাহায্যে লক্ষ্মীকে প্রসন্ন করা যেতে পারে। রুটির কিছু উপায় করে কোষ্ঠিতে উপস্থিত সমস্ত ধরনের গ্রহ দোষ দূর করা যায়। রুটির সঙ্গে জড়িত কিছু উপায় করে সহজেই ধন সম্পদে বৃদ্ধি করতে পারেন। কী সেই উপায়, জেনে নিন —–

মান-সম্মান লাভের জন্য দীপাবলির দিনে কালো পিঁপড়েকে রুটি খাওয়ানো উচিত। ফলে লক্ষ্মীর আশির্বাদ লাভ করবেন এবং বাড়িতে অর্থ ভাণ্ডার ভরে থাকবে।

দীপাবলির সকালে রুটি বানালে, তার চারটি সমান টুকরো করে নিন। এক অংশ গোরুকে, অপর অংশ কালো কুকুরকে, তৃতীয় অংশ কাককে খাওয়ান ও চতুর্থ অংশ বাড়ির কাছের কোনও চারমাথা রাস্তায় রেখে আসুন। আর্থিক কষ্ট দূর হবে এবং কাজও সফল হবে।

avilo home

পরিশ্রম সত্ত্বেও কাজে সাফল্য না-পেলে দীপাবলির দিনে রুটিতে চিনি দিয়ে পিঁপড়েকে খাওয়ান।

দীপাবলির দিনে তিন ধরনের কাঁচা ডাল রুটির ওপর রেখে গোরুকে খাওয়ালে গ্রহ দোষ থেকে মুক্তি পেতে পারেন।

দীপাবলির দিনে পায়েস বানিয়ে তাতে রুটির টুকড়ো মিশিয়ে কাকের জন্য বাড়ির ছাদে রেখে দিন। বাড়ির সদস্যদের ওপর পিতৃপুরুষের আশীর্বাদ থাকবে। তাঁদের আশীর্বাদে আর্থিক বিষয় বিশেষ সাফল্য লাভ করতে পারবেন।

সাফল্যের পথে কোনও না-কোনও বাধা থেকে গেলে দীপাবলির দিনে রুটিতে চিনি মিশিয়ে, এর ছোট ছোট টুকরো পিঁপড়েকে খেতে দিন। সমস্ত বাধা বিপত্তি দূর হবে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন