বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার অস্ত্র তৈরি করছে আমেরিকা, চীনের ক্ষেপণাস্ত্র ধ্বংস হবে

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অজয় দাস :– বিগত কয়েক বছর ধরে ভারতের সম্পর্ক বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশের সাথে আরো মজবুত হয়েছে। তা সে রাশিয়া হোক বা আমেরিকা , ব্রিটেন ও ফ্রান্স সকল দেশের সাথে ভারতের যে সম্পর্ক তা উন্নত হয়েছে। কিন্তু চীন বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে একমাত্র দেশ যে ভারত ও আমেরিকাকে মাঝে মাঝেই হুমকি দিয়ে থাকে। ( খুব সহজে এই বিষয়ে বিস্তারিত জানতে একদম নিচে দেওয়া ভিডিওটি দেখুন। এছাড়া ভিডিওটিতে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আরো ভিডিও দেখতে পারেন। )

আর এবার আমেরিকা চীনের এই হুমকির জবাব দিতেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার হাতিয়ার তৈরি করতে চলেছে। আর আমেরিকার তৈরি এই লেজার হাতিয়ার চীনের জন্য কাল হতে পারে।

আমেরিকা তৈরি এই লেজার হাতিয়ার ৩০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন হবে। এমনকি এই হাতিয়ারকে আমেরিকার সেনায় যুক্ত করার জন্য তার পরীক্ষা শুরু করা হবে আগামী বছর।

avilo home

আপনাদের জানিয়ে রাখি এই লেজার হাতিয়ার আমেরিকার দুই বড় হাতিয়ার  উৎপাদন কারী কোম্পানি জেনারেল ইলেকট্রিক অটো ম্যাগনেটিক সিস্টেম এবং বোইং কম্পানি মিলে তৈরি করছে। আর এই লেজার হাতিয়ারের আকার হবে প্রায় একটি কনটেইনারের সমান। এই লেজার হাতিয়ারকে যেমন নৌসেনায়  যুক্ত করা যাবে তেমনি স্থল সেনার যুক্ত করা যাবে। এমনকি পরবর্তীকালে আমেরিকার বায়ুসেনার যুক্ত করা হতে পারে এই লেজার হাতিয়ারকে ।

এই লেজার হাতিয়ার এতটাই শক্তিশালী যে এই হাতিয়ারের সামনে চীনের যত হাতিয়ার আছে তা ধ্বংস করা খুবই সামান্য ব্যাপার হবে ।

আরো পড়ুন :- প্রধানমন্ত্রী মোদিকে ইসরাইল থেকে ভোটে লড়তে বললেন নেফতালি বেনেট

এই লেজার হাতিয়ার সম্বন্ধে জেনারেল অটোমিক এর অধ্যক্ষ এসকট জানিয়েছেন , এই লেজা হাতিয়ার খুবই শক্তিশালী এমনকি বর্তমানে তৈরি করা ছোট লেজার হাতিয়ার এর মধ্যে এই লেজার হাতিয়ার সবচেয়ে শক্তিশালী। যার ফলে মনে করা হচ্ছে পরবর্তীকালে এর থেকেও শক্তিশালী হাতিয়ার বানাতে চলেছে আমেরিকা।

আপনাদের জানিয়ে রাখি আমেরিকা ২০১৪ সালে সর্বপ্রথম এই লেজার হাতিয়া তৈরি করেছিল। যার নাম দেওয়া হয়েছিল লজ।

আমেরিকা তৈরি এই ৩০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন লেজার হাতিয়ারের ক্ষমতার ব্যাপারে জানিয়ে রাখি যে , এই হাতিয়ার বিশ্বের যে কোন দেশের  তৈরি ড্রোন ও ফাইটার জেটকে ধ্বংস করতে সক্ষম। তবে এই হাতিয়ার যখন আমেরিকার সেনায়  যুক্ত হয়ে যাবে তখন আমেরিকার সেনার শক্তি আরো কয়েকগুণ বৃদ্ধি পাবে তা বলাই যায়।

আরো পড়ুন :- ভারত সরকার PLI স্কিমের মাধ্যমে বস্ত্র শিল্পে বাংলাদেশকে হারাতে চলেছে

তবে আপনাদের জানিয়ে রাখি ভারতের কাছে এই প্রকারের লেজার হাতিয়ার রয়েছে।  যেই হাতিয়ারের মাধ্যমে ভারত শত্রু দেশের ড্রোন , ফাইটার জেট , বিমান ধ্বংস করতে পারে। যার নাম দুর্গা লেজার ওয়েপন। যার  নাম শুনলেই পাকিস্তান ও চীন কেঁপে ওঠে । আপনাদের জানিয়ে রাখি ভবিষ্যতে যুদ্ধ দূর থেকে দূরে হামলা করার হাতিয়ারের মাধ্যমেই লড়াই করা হবে। তার জন্য ব্যবহার করা হবে মিসাইল , লেজার হাতিয়ার , ড্রোন ইত্যাদি।

আরো পড়ুন :- চীনের – মার্কিন যুদ্ধ জাহাজে হামলা করার স্যাটেলাইট ছবি আসলো সামনে

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন