দীপাবলিতে বিধি মেনে করুন লক্ষী পূজা , পাবেন সুখ সমৃদ্ধি

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : দীপাবলির সন্ধেয় অনেক জায়গাতে লক্ষ্মীপুজো করা হয়। দীপাবলিতে বাঙালি যেমন কালীপুজো করে, তেমন অনেক বাঙালি ঘরেও লক্ষ্মীপুজোর প্রথা প্রচলিত আছে। দীপাবলিতে যে লক্ষ্মীপুজো হয়, তা পরিচিত দীপান্বিতা লক্ষ্মী পুজো নামে।

বাঙালি গৃহস্থ ঘরে অলক্ষী বিদায় করে লক্ষ্মীকে বরণ করে নেওয়া হয়। অবাঙালি সমাজে দীপাবলিতে লক্ষ্মীপুজো বহুল প্রচলিত। জেনে নিন কী ভাবে সম্পদের দেবীর আরাধনা করবেন।

avilo home

১. লক্ষ্মীর অপরিচ্ছন্নতা একদমই পছন্দ নয়। নোংরা, অপরিষ্কার সেখানে লক্ষ্মীর চরণ পড়ে না। আগে ঘর ভালো করে পরিষ্কার করা খুব জরুরি। গোটা বাড়ি ভালো করে ধুয়ে মুছে সাফ করার পর গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিন।

২. যেখানে পুজো করবেন, ঘরের উপযুক্ত স্থানে পুজোর আসন পাতুন। নীচু টেবিল বা পিঁড়ির ওপর পরিষ্কার লাল সুতির কাপড় পেতে সেখানে কয়েক দানা শস্য ছড়িয়ে দিন।

৩ একটি রুপো বা তামার কলস স্থাপন করুন। তার মধ্যে দিন একটা সুপারি, একটা গাঁদাফুল, একটা কয়েন এবং কয়েক দানা চাল। কলসের মুখের ওপরে আম্রপল্লব রাখুন।

৪. পুজোর আসনে রাখুন লক্ষ্মীর মূর্তি এবং কলসের ডান দিকে রাখুন গণেশের মূর্তি।

৫. আপনার ব্যাংক অ্যাকাউন্টের পাশবই অথবা সম্পদ সংক্রান্ত অন্য কাগজ রাখুন পুজোর স্থানে।

৬. লক্ষ্মী ও গণেশের মূর্তি বা ছবিতে তিলক কেটে সামনে একটা প্রদীপ জ্বালান। তিলক কাটুন কলসের গায়েও।

৭. এবার লক্ষ্মী ও গণেশের মূর্তির পায়ের কাছে ফুল নিবেদন করুন। আপনার হাতেও কিছু ফুল নিন।

৮. হাত জোড় করে চোখ বন্ধ করে দীপাবলির পুজোর মন্ত্র উচ্চারণ করুন। মন্ত্রপাঠের পর লক্ষ্মী ও গণেশের পায়ে আপনার হাতের ফুল নিবেদন করুন।

৯. হলুদ, কুমকুম এবং চালের তিলক লাগান মূর্তিতে। মালা নিবেদন করুন এবং ধূপকাঠি জ্বালিয়ে দিন।

১০. নারকেল, সুপারি এ পানপাতা নিবেদন করুন। এর পর ফল ও মিষ্টি নিবেদন করুন। কিছু ফুল ও কয়েকটা কয়েন মূর্তির সামনে রাখুন।

থালায় প্রদীপ জ্বালিয়ে নিয়ে লক্ষ্মীর আরতি সম্পন্ন করুন।

আরও টিপস পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন