কেন পালিত হয় ভাইফোঁটা ? জানুন এই বছরের সময়সূচি

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : দীপাবলির একদিন পরেই উদযাপিত হয় ভাইফোঁটা। সারা দেশের বহু রাজ্যে ভিন্ন ভিন্ন নামে এই উৎসব পালিত হয়। দেশের কোটি কোটি ভাইবোনেরা একে অপরের সুখ-শান্তি এবং জন্য প্রার্থনা করেন। হিন্দি ভাষীদের কাছে ‘ভাইদুজ’, বাঙালিদের ‘ভাইফোঁটা’, মহারাষ্ট্রে ‘ভৌ বিজ’, দক্ষিণ ভারতে ‘যমদ্বিতীয়া’ এবং নেপাল ও পশ্চিমবঙ্গের দার্জিলিং দার্জিলিং পার্বত্য অঞ্চলে ‘ভাইটিকা’ নামে পরিচিত।

avilo home

কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় ভাইফোঁটার উৎসব। কালীপুজোর একদিন পর এই উৎসব হয়। এই বছর শনিবার মানে ৬ নভেম্বর ভাইফোঁটার উৎসব। এই দিন দ্বিতীয়া শুরু হচ্ছে ৫ নভেম্বর রাত ১১টা ১৪ মিনিটে। আর দ্বিতীয়া শেষ হচ্ছে ৬ নভেম্বর সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে। পঞ্জিকা মতে, ফোঁটা দেওয়ার শুভ সময় হল দুপুর ১টা ১০ মিনিট থেকে ৩টে ২১ মিনিট। তবে কেন পালন করা হয় এই ভাইফোঁটা জেনে নিন-

হিন্দু পুরাণে একাধিক ঘটনা উঠে এসেছে ভাইফোঁটাকে কেন্দ্র করে। মহাভারতে বর্ণিত আছে যে, নরকাসুর নামে দানবকে বধ করার পর দ্বারকায় ফেরেন কৃষ্ণ। দাদার আগমনে সুভদ্রা বিশেষ পূজা করেছিলেন। কৃষ্ণর কপালে পুজোর তিলক কেটে স্বাগত জানিয়েছিলেন। সেই থেকে এই ভাইফোঁটা চালু হয়েছে। ভাইয়ের মঙ্গলের জন্য বোনেরা কপালে তিলক কেটে এই উৎসব পালন করেন।

পৌরাণিক কাহিনি অনুযায়ী মৃত্যুর দেবতা যম তাঁর বোন যমুনার বাড়িতে নিমন্ত্রণ রক্ষার্থে গিয়েছিলেন। কার্তিক মাসের দ্বিতীয় তিথিতে শুভ ক্ষণে দাদার কপালে তিলক কেটে তাঁকে আরতি করে ঘরে স্বাগত জানিয়েছিলেন। সেই থেকে শুরু হয়েছে ভাইফোঁটা।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন