Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : করোনার সঙ্গে লড়াই করছে গোটা বিশ্ব। ভাইরাসের হাত থেকে রেহাই পাওয়ার জন্য টিকা এসেছে বাজারে। কোভিড মুক্তির জন্য নির্দিষ্ট কোনও ক্যাপসুল বা ট্যাবলেট এতদিন পর্যন্ত ছিল না। হাতে এল করোনার ‘প্রথম ওষুধ’ Molnupiravir। তৈরি করেছে মার্ক এবং রিজব্যাক বায়োথ্যারাপিউটিকস সংস্থা। মৃদু এবং মাঝারি উপসর্গ বিশিষ্ট করোনা রোগীদের জন্য এই পিল কাজ করে, গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। পিলটিকে ছাড়পত্র দিয়েছে ব্রিটেন। এই ওষুধ করোনা রোগীর হাসপাতালে ভর্তির সম্ভাবনা কমাচ্ছে।
বিশ্বে করোনা প্রাণ কেড়েছে প্রায় ৫ মিলিয়ন মানুষের। WHO প্রধান সচেতন করেছেন, এখনই শেষ হবে না করোনা অতিমারি। করোনা টিকা বাজারে এলেও নিত্যনতুন ভ্যারিয়্যান্টের জেরে সাধারণ মানুষের চিন্তা কাটছে না। ফলে করোনা আক্রান্তদের দ্রুত সুস্থ করার জন্য নির্দিষ্ট ওষুধের প্রয়োজন। এই ওষুধ করোনা নিয়ন্ত্রণে অনেকটাই কাজ করবে বলে আশাবাদী মার্কিন প্রশাসন।
দুই বার করে এই ওষুধ দেওয়া প্রয়োজন করোনা রোগীদের। জ্বরের চিকিৎসার জন্য এই পিল এর কার্যকারিতা পরীক্ষা শুরু হয়েছিল। UK- র স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ একটি বিবৃতিতে পিলটিকে ‘গেমচেঞ্জার’ বলেছেন। তিনি বলেন, আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক দিন। UK প্রথম দেশ যা করোনার বিরুদ্ধে ব্যবহার করার জন্য একটি পিলকে অনুমতি দিল।’ ওষুধটি কিনে বাড়ি নিয়ে যাওয়া যাবে। চিকিৎসকের পরামর্শ মতো করা যাবে ব্যবহারও।
এতদিন পর্যন্ত করোনার চিকিৎসায় যে সমস্ত ড্রাগ বাজারে এসেছে তার মধ্যে কোনওটিই পিল নয়। Ridgeback Biotherapeutics এর CEO বলেছেন, ‘যেহেতু ভাইরাসটি সংক্রামিত হয়েছে বিপুলভাবে তাই এমন ওষুধের প্রয়োজন যা মানুষ বাড়ি নিয়ে যেতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন।’ অন্যান্য কোনও দেশ এখন এই ওষুধকে ছাড় দেয়নি। এখন দেখার ওষুধ কি ‘গেম চেঞ্জার’ হয়ে উঠতে পারবে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল