Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : কঠিন পরিশ্রম সত্ত্বেও অনেক সময় অর্থ সঞ্চয় সম্ভব হয় না। বাস্তু দোষের কারণে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। দোষ নিবারণ করে ধন-সম্পত্তি বৃদ্ধির জন্য বাস্তুতে কয়েকটি সহজ উপায় সম্পর্কে জানানো হয়েছে। ফলে সুখের পথে বাধা সৃষ্টিকারী নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে এবং ব্যক্তি লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবে। দেখুন একনজরে —-
১. ব্যবসায় লোকসান হলে, ঈশান কোণে নিয়মিত ৭টি বৃহস্পতিবার শুকনো হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। এর ফলে ব্যবসায় লাভ হবে। আবার উত্তর দিকে স্বস্তিক আঁকলে কাজে সাফল্য লাভ করবেন। বাস্তু দোষ নিবারণের ভালো পন্থা হলে স্বস্তিক আঁকা। বাড়ির প্রবেশদ্বারের আশপাশে কোনও ধরনের বাস্তু দোষ থাকলে, সেখানকার নেতিবাচক শক্তির অবসান ঘটনোর জন্য প্রবেশদ্বারে সিঁদূর দিয়ে ৯ ইঞ্চি লম্বা ও চওড়া স্বস্তিক আঁকা উচিত। এই স্থানে তামার স্বস্তিকও লাগাতে পারেন।
২. যেকোনও স্বরূপেই শুভ ফলাফল দিয়ে থাকেন গণেশজি। তবে অর্থ ও সুখের পথে বাধা দূর করার জন্য গণেশ প্রতিমা বাড়িতে আনুন। এই প্রতিমা এমন স্থানে রাখবেন, বাড়ির প্রতিটি সদস্যদের দৃষ্টি পড়ে। মূর্তি ছাড়া ছবিও লাগানো যেতে পারে। দক্ষিণ দিকে মুখ করে রাখবেন না।
৩. বাড়িতে লক্ষ্মীর ছবি থাকেই, তবে অর্থ বৃদ্ধির জন্য লক্ষ্মীর পাশাপাশি কুবেরের মূর্তি বা ছবিও লাগানো উচিত। লক্ষ্মী ধন ও সৌভাগ্য প্রদান করে। ধন প্রাপ্তির জন্য লক্ষ্মী ও কুবের পরস্পরের পরিপূরক। কুবের উত্তর দিকের অধিপতি হওয়ায়, তাঁর ছবি সবসময় উত্তর দিকে রাখবেন।
৪. হিন্দু ধর্মে নারকেলকে শ্রীফল বলা হয়। যে ঘরে নিয়মিত একাক্ষী নারকেলের পুজো হয়, সেখানে নেতিবাচক শক্তি বিরাজ করতে পারে না। লক্ষ্মীর আশীর্বাদে সেখানে সবসময় আনন্দময় পরিবেশ থাকে।
৫. বাস্তু বিজ্ঞান অনুযায়ী বাড়ির বাস্তু দোষ দূর করার অদ্ভূত ক্ষমতা রয়েছে শঙ্খের মধ্যে। নিয়মিত শঙ্খধ্বনি করলে আবহাওয়া শুদ্ধ ও ইতিবাচক হয়। গৃহস্থ্যে দক্ষিণাবর্তী শঙ্খ থাকে, সেখানে স্বয়ং লক্ষ্মীর বাস হয়। পরিবারে আর্থিক সমস্যা দেখা দেয় না। শঙ্খে চাল ভরে লাল কাপড়ে জড়িয়ে বা জল ভরে ঠাকুর ঘরে রাখা এবং নিয়মিত পুজো করা উচিত।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল