Bangla News Dunia , অজয় দাস :– ভারতের AMCA প্রজেক্ট এর সম্বন্ধে আপনারা হয়তো সকলেই জানেন , তবে যারা না জানেন তাদের জানিয়ে রাখি ভারত স্বদেশী ভাবে AMCA অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট তৈরি করতে চলেছে। আর ভারতের তৈরি এই AMCA ফাইটার জেট ৫.৫ প্রজন্মের একটি স্টেলথ ফাইটের জেট হতে চলেছে। ( খুব সহজে এই বিষয়ে বিস্তারিত জানতে একদম নিচে দেওয়া ভিডিওটি দেখুন। এছাড়া ভিডিওটিতে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আরো ভিডিও দেখতে পারেন। )
তবে আজ থেকে কয়েক বছর আগেই বিশ্বের বিভিন্ন বড় বড় শক্তিধর দেশ যারা সামরিক শক্তিতে খুবই উন্নত সেই সকল দেশ ভাবছিল , ভারত কি এরকম ৫.৫ প্রজন্মের ফাইটার জেট তৈরি করতে পারবে কিনা। তার প্রধান কারণ ভারতের অনুন্নত টেকনোলজি , এমনকি ভারত তেজস ফাইটার জেট সঠিকভাবে তৈরি করতে পারছিল না। তাই বিশ্বের বিভিন্ন বড় বড় দেশ ভাবতেই পারিনি যে ভারত এই AMCA ফাইটার জেট তৈরি করতে পারবে।
তবে ভারতের বিজ্ঞানীরা যে খুবই উন্নত মানের তার প্রমাণ বিশ্বের বিভিন্ন দেশে তাদের কাজের মাধ্যমে তারা দিয়েছে। তবে ভারতের মধ্যে বিভিন্ন রাজনৈতিক কারণের জন্য ভারতের যে সামরিক উন্নতি থেমে গিয়েছে। কারণ ভারত সরকারের তরফ থেকে ভারতের সামরিক খাতে সেইভাবে উন্নতির জন্য প্রচেষ্টা করা হয়নি।
তবে বর্তমান ভারত সরকার ভারতের প্রতিরক্ষা খাতের উন্নতির জন্য যথেষ্ট প্রচেষ্টা করছে। যার ফলস্বরূপ এই AMCA প্রজেক্ট সম্পূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারতের AMCA ফাইটার জেট তৈরির জন্য ভারতের বিজ্ঞানীরা তার যে মডেল , বিভিন্ন টেকনোলজি সবকিছু বিকশিত করে ফেলেছে। এখন এর উৎপাদন শুরু করা বাকি। একবার উৎপাদন শুরু হয়ে গেলে তার ফ্লাইট টেস্ট , আর তার পরেই এই ফাইটার জেট সেনায় যুক্ত হওয়ার জন্য তৈরি হয়ে যাবে।
আরো পড়ুন :- প্রধানমন্ত্রী মোদিকে ইসরাইল থেকে ভোটে লড়তে বললেন নেফতালি বেনেট
আর এবার ব্রিটেন ভারতের এই AMCA ফাইটার জেটের প্রজেক্ট এর সাথে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করলো। কারণ বিশ্বের বিভিন্ন বড় বড় দেশ এই AMCA প্রজেক্ট এর সম্বন্ধে এটুকু বুঝে গেছে যে ভারতের বিজ্ঞানীদের কাছে এতটাই অভিজ্ঞতা আছে যারা এক উন্নত প্রযুক্তির ফাইটার জেট তৈরি করতে পারে। যার ফলে বিশ্বের বিভিন্ন বড় বড় দেশ ভারতের এই AMCA প্রজেক্টে সহযোগিতা করতে চায়। এছাড়াও কিছু দেশ ভারতকে আর্থিক সাহায্য করতে চায়। যাতে করে পরবর্তীকালে ওই দেশ ভারতের থেকে এই AMCA ফাইটার জেট পেতে পারে।
আরো পড়ুন :- চীনের – মার্কিন যুদ্ধ জাহাজে হামলা করার স্যাটেলাইট ছবি আসলো সামনে
মূলত কয়েকদিন আগেই ভারত ও ব্রিটেনের বিজনেস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান রিচার্ড ম্যাকলেন বলেন , আমি ব্রিটেনের বিভিন্ন বড় বড় ডিফেন্সের সামগ্রী উৎপাদনকারী কোম্পানিকে ভারতের মধ্যে নিবেশ করতে বলেছি। এর সাথে ভারতে যে বিরাট গ্রোয়িং মার্কেট আছে সেই মার্কেটের সুবিধা নিতে বলেছি , ব্রিটিনের বিভিন্ন বড় বড় প্রতিরক্ষা উৎপাদনকারী কোম্পানিকে। এরপরে তিনি যা বলেছেন তা সবচেয়ে গুরুত্বপূর্ণ , তিনি বলেন ব্রিটেনের বড় বড় প্রতিরক্ষা সংস্থা ভারতের সাথে কোলাবরেশন করে এই AMCA প্রজেক্ট এর সাথে যুক্ত হয়ে AMCA ফাইটার জেট তৈরি করতে চায় ।
তার এই বক্তব্য শুধু বক্তব্য নয় মূলত ব্রিটেনের এক বড় প্রতিরক্ষা উৎপাদনকারী সংস্থা রোলস রয়েস ভারতের সাথে যুক্ত হয় সেকেন্ড জেনারেশন AMCA ফাইটার জেটের জন্য উন্নত প্রযুক্তির ইঞ্জিন ডেভলপ করার কাজ শুরু করেছেন ।
আপনাদের জানিয়ে রাখি মাত্র কয়েক বছর আগেই এই ব্রিটেন ও ইউরোপের দেশ গুলি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের উৎপাদন নিয়ে হাসাহাসি করত। এমনকি ভারতের যে তেজস ফাইটার জেট তা নিয়েও হাসাহাসি করত এই ইউরোপিয়ান দেশগুলি , কিন্তু বর্তমানে এই দেশগুলি ভারতের এই AMCA প্রজেক্ট-এর সাথে যুক্ত হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যাতে করে ভারতে AMCA ফাইটার জেটের সুবিধা নিতে পারে। কারণ ইতিমধ্যেই ভারত AMCA ফাইটার জেট তৈরির জন্য world-class ডিজাইন ও world-class টেকনোলজি তৈরি করে ফেলেছে। যার ফলে বিশ্বের বড় বড় দেশ , এই AMCA প্রজেক্ট-এর সাথে যুক্ত হতে চাইছে।
আরো পড়ুন :- বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার অস্ত্র তৈরি করছে আমেরিকা, চীনের ক্ষেপণাস্ত্র ধ্বংস হবে