Bangla News Dunia , অজয় দাস :– পাকিস্তানের মিত্র দেশ তুর্কি আর পাকিস্তানের সাথে যেই দেশে মিত্রতা করেছে তার অবস্থা খারাপ হয়েছে। আর তার বর্তমান জলজ্যান্ত প্রমান তুর্কি। বিগত কয়েক বছর আগেই আমেরিকা পাকিস্তানের মিত্র দেশ ছিল। যার ফলে আমেরিকাকে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার খরচ করতে হতো পাকিস্তানের পিছনে। এমনকি পাকিস্তানের জন্য প্রায় চার ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে আমেরিকার। শুধু আমেরিকা নয় , চীনও পাকিস্তানের সাথে মিত্রতা স্থাপন করার পর থেকেই সারা বিশ্বে চীনের অবস্থা খারাপ হতে শুরু করে দিয়েছে। ( খুব সহজে এই বিষয়ে বিস্তারিত জানতে একদম নিচে দেওয়া ভিডিওটি দেখুন। এছাড়া ভিডিওটিতে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আরো ভিডিও দেখতে পারেন। )
2012-13 সালের আগে পর্যন্ত চীনের সাথে সারা বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্ক ভালো ছিল। এমনকি ভারতেরও সম্পর্ক ভালো ছিল। কিন্তু যবে থেকে চীন পাকিস্তানের সাথে মিত্রতা পূর্ণ সম্পর্ক স্থাপন করেছে তবে থেকে বিশ্বের বিভিন্ন দেশের সাথে চীনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা খারাপ হতে শুরু করেছে। আর তার প্রমাণ ভারত , অস্ট্রেলিয়া , জাপান , ইউরোপের বিভিন্ন দেশ ও আমেরিকার সাথে চীনের খারাপ সম্পর্ক তৈরী হওয়া । এমনকি পাকিস্তানের সাথে মিত্রতা স্থাপন করার পর থেকেই চীনের বুদ্ধিভ্রষ্ট হয়েছে। চীন সারা বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশের সাথে তার শত্রুতা বৃদ্ধি করেছে। ঠিক যেমনটা বর্তমানে তুর্কি করছে।
আর তুর্কির পাকিস্তানের সাথে মিত্রতার দাম দিতে হলো তুর্কি অর্থনীতির ভাঙ্গনের মাধ্যমে।
প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি মাত্র পাঁচ বছর আগেই আমেরিকার এক ডলার সমান তুর্কির প্রায় 3 থেকে 4 লীলা ছিল। কিন্তু বর্তমানে মাত্র 5 বছরের মধ্যেই আমেরিকার এক ডলার সমান তুর্কির ১১ লিরায় পৌঁছে গিয়েছে।
আরো পড়ুন :- বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার অস্ত্র তৈরি করছে আমেরিকা, চীনের ক্ষেপণাস্ত্র ধ্বংস হবে
অর্থাৎ আগে যেখানে চার লিরা দিলে 1 ডলার পাওয়া যেতো। বর্তমানে ১১ লিরা দিলে 1 ডলার পাওয়া যাচ্ছে। ফলেই বুঝতে পারছেন তুর্কি যে অর্থনৈতি তা কি পরিমানে ভেঙে পড়েছে। যার ফলে তুর্কির যে অর্থের দাম তা ভেঙে পড়েছে।
এমনকি এরই সাথে সাথে 2016 সালে এক তুরকিশ লিরা সমান সমান ভারতের প্রায় কুড়ি টাকা ছিল কিন্তু বর্তমানে 2021 সালে এসে এক তুরকিশ লিরা সমান সমান ৬ টাকা ৭২ পয়সায় এসে পৌঁছেছে অর্থাৎ যেখানে পাঁচ বছর আগেই এক তুরকিশ লিরা দিলে কুড়ি টাকা পাওয়া যেত সেখানে বর্তমানে এক তুরকিশ লিরা দিলে ৬ টাকা ৭২ পয়সায় পাওয়া যাচ্ছে।
আরো পড়ুন :- চীনের – মার্কিন যুদ্ধ জাহাজে হামলা করার স্যাটেলাইট ছবি আসলো সামনে
তুর্কির , পাকিস্তান প্রেম যে তুর্কির অর্থনীতির উপর ভারী পড়েছে তা বলাই যায়। কয়েকদিন আগেই তুর্কি পাকিস্তানের সাথে সাথে FATF – আর গ্রে লিস্টে পৌঁছে গিয়েছে। যার ফলে তুর্কির অবস্থা আরো খারাপ হতে চলেছে।
প্রিয় দর্শক তুর্কির এই অর্থনীতির ভাঙ্গন নিয়ে আপনার কি মতামত ও তুর্কির পাকিস্তান প্রেম নিয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট করুন।
আরো পড়ুন :- Good News : ভারতের AMCA ফাইটার জেট প্রজেক্টে যুক্ত হতে চায় ব্রিটেন