জীবনে দুঃখ-কষ্ট লেগেই আছে ? দেখুন মুক্তির উপায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : জীবনে সমস্যা লেগেই থাকে। এই সমস্ত সমস্যার সমাধান করে এগিয়ে যাওয়ার নামই জীবন। চেষ্টা করে যাওয়া সত্ত্বেও সাফল্য লাভ করা যায় না, একের পর এক সমস্যা লেগেই থাকে। এমন পরিস্থিতিতে ব্যক্তি হতাশ হয়ে যায়। জ্যোতিষ শাস্ত্রে মনে করা হয় জীবনে আনন্দ ও সাফল্য লাভ করার জন্য কর্ম করে যাওয়া যত জরুরি, তেমন ভাগ্যের সঙ্গ লাভও জরুরি। জীবনে সমস্যা লেগে থাকলে থাকলে জ্যোতিষে বর্ণিত এই উপায় করতে পারেন। ফলে সৌভাগ্য বৃদ্ধি ও সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। দেখুন একনজরে ——

১. দুর্ভাগ্য আপনার সঙ্গী হয়ে গেলে জ্যোতিষের কিছু উপায় করতে পারেন। প্রতিদিন সকালে জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে স্নান করা উচিত। এর প্রভাবে বিষ্ণু ও বৃহস্পতির আশীর্বাদ লাভ করা যায়। সন্ধ্যার সময় স্নান করলে জলে সামান্য নুন মিশিয়ে স্নান করা উচিত। ফলে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়।

avilo home

২. কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে বা মান-সম্মান হানি হলে প্রতিদিন স্নানের পর তামার ঘটিতে জল নিয়ে সিঁদূর ও ফুল দিয়ে সূর্যকে অর্ঘ্য দেওয়া উচিত। আবার প্রতি রবিবার আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা উচিত। মনে করা হয় ফলে মান-সম্মান লাভ হয়। কর্মক্ষেত্রে উচ্চ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন।

৩. লাগাতার অর্থ সংক্রান্ত সমস্যা দেখা দিলে পঞ্চমুখী বজরংবলীর আরাধনা অত্যন্ত শুভ ফলদায়ী। প্রতি মঙ্গলবার কোনও মন্দিরে গিয়ে পঞ্চমুখী বজরংবলীর সামনে প্রদীপ প্রজ্জ্বলিত করে হনুমান চালিসা পাঠ করা উচিত। হনুমান জির আশীর্বাদে অর্থ, কাজ, শত্রু সমস্যা থেকে মুক্তি লাভ করা যায়।

৪. শনি দোষ থেকে মুক্তি লাভের জন্য কাঁসার বাটিতে তেল ও কয়েন দিয়ে তাতে নিজের প্রতিবিম্ব দেখুন। এই বাটি কাউকে দান করে দিন বা শনি মন্দিরে শনিবারের দিনে তেল রেখে ফিরে আসুন। অন্তত ৫টি শনিবার এই উপায় করলে শনির পীড়া শান্ত হয়ে যায়।

৫. আকস্মিক কষ্ট দূর করার জন্য, ব্যক্তির ওপর লাগাতার কষ্ট আসছে, তার ওপর থেকে ১টি নারকেল ২১ বার ঘুরিয়ে নিন। কোনও দেবস্থানে গিয়ে আগুনে পুড়িয়ে দিন। এমন করলে সদস্যের ওপর দিয়ে সঙ্কট দূর হয়। মঙ্গলবার বা শনিবার এই উপায় করা উচিত।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন