Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- আর মাত্র কয়েকদিন পরেই নতুন বছর আসতে চলেছে। দেখতে দেখতে নভেম্বর মাস গিয়ে ডিসেম্বর চলে আসবে। তার পরেই নতুন বছর। তবে ২০২২-এর শুরুতে বুধ অষ্টম স্থানে অষ্টম স্থানের অধিপতির সঙ্গে যুতি করবেন। এর ফলে মিথুন রাশির যেই সকল জাতক জাতিকাদের আগে থেকেই গাঁটে ব্যথা, পা ব্যথা, স্নায়ু সমস্যা রয়েছে, তাঁদের সমস্যা বৃদ্ধি পাবে । এই যুতির ফলে জাতক – জাতিকাদের বিভিন্ন প্রকারের ব্যথা বৃদ্ধি পাবে। এরই সাথে ঠান্ডা ও সর্দি – কাশির একটা প্রভাব দেখা যেতে পারে।
আরো পড়ুন :- আত্মবিশ্বাসের ফলে দেখা দেয় সফলতায় বাধা ! জ্যোতিষ মতে টোটকা পালনের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ান
২০২২-এর মার্চ মাস থেকে নবম স্থানে গোচর করবে বুধ। এর প্রভাবে সর্দি, কাশির সমস্যা থেকে স্বস্তি পেতে পারেন একটু । এপ্রিল মাসে শনি নবম স্থানে গোচর করবে , যার ফলে মিথুন রাশির জাতকরা বিভিন্ন প্রকারের ব্যথা, স্নায়ুর সমস্যা থেকেও স্বস্তি পেতে পারবেন। আবার এপ্রিল মাসেই রাহু একাদশ স্থানে গোচর করে পঞ্চম কক্ষে দৃষ্টি রাখবে। এর ফলে এই রাশির মানুষদের বদহজমের সমস্যা দেখা দিতে পারে।
পরিস্থিতি খারাপ হলে আলসার পর্যন্ত হতে পারে। তাই এই সময়কালে বাড়িতে তৈরি খাবারের ওপরই জোর দেওয়া ভালো হবে। এপ্রিল মাসে যখন শনি নবম স্থানে গোচর করবে , তখন রোগের রক্ষেও দৃষ্টি দেবে , যার ফলে জাতকদের মধ্যে রোগ মোকাবিলার ইচ্ছাশক্তি ও সহ্যশক্তি বৃদ্ধি পাবে।
আর জুলাই মাসে শনি পুনরায় আবার অষ্টম স্থানে গোচর করবে। এ সময় মিথুন রাশির জাতক – জাতিকাদের পুরনো রোগ দেখা দিতে পারে। এই সময়কালে ছোটখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আর এই সময় আলস্য ঘিরে ধরবে এই রাশির মানুষদের । যার ফলে স্বাস্থ্যের বিষয় গাফিলতি করলেই হতে পারে বিপদ। বছরের শেষের দিকে বুধ ষষ্ঠ স্থানে গোচর করবে, যার ফলে মিথুনের জাতকদের স্বাস্থ্যোন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। অথাৎ বছরের শেষের দিকে স্বাস্থ্যে নিয়ে আর চিন্তা করতে হবে না।
আরো পড়ুন :- এই সকল জিনিস বাড়িতে আসলে বুঝবেন ভাগ্যের উদয় হতে চলেছে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)