তেজসের সামনে মাত্র ২৪ ঘন্টায় চীনের ডিসকাউন্ট পলিসি ব্যর্থ

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অজয় দাস :– প্রিয় দর্শক দুবাইতে আয়োজিত হওয়া এয়ার শোয়ের পর থেকেই সারা বিশ্বে ভারতের তেজস আলোচনার বিষয় হয়ে রয়েছে। মূলত এই এয়ার শো এর পরেই মিশর ভারতের থেকে প্রায় ১০০ টি তেজস ফাইটার জেট  ক্রয় করার ইচ্ছা প্রকাশ করেছে । আর ভারতের হিন্দুস্তান এইরোনোটিক লিমিটেড-এর একটি টিম খুবই শীঘ্রই মিশর ভিজিট করতে চলেছে।  যেখানে মিশরের বায়ুসেনা ও সরকারের সাথে এই ফাইটার জেট নিয়ে আলোচনা হবে দুই দেশের মধ্যে।  ( খুব সহজে এই বিষয়ে বিস্তারিত জানতে একদম নিচে দেওয়া ভিডিওটি দেখুন। এছাড়া ভিডিওটিতে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আরো ভিডিও দেখতে পারেন। )

শুধু যে মিশর তা নয় ইতিমধ্যেই মালয়েশিয়া ভারতের থেকে ১৮ টি তেজস ফাইটার জেট করার জন্য প্রায় চুক্তি সম্পন্ন করে ফেলেছেন, সামান্য কিছুই ফর্মালিটি বাকি রয়েছে। এছাড়াও আর্জেন্টিনা ভারতের থেকে ১২ টি তেজস ফাইটার জেট ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করেছে।

avilo home

কিন্তু ভারতের তেজস ফাইটার জেট নিয়ে আসা এই খুশির খবর চীন ও পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছে। আর তাই চীন ও পাকিস্তান মিলে ভারতের এই তেজসঃ  ফাইটার জেটের বিক্রয়ে বাধা সৃষ্টি করার চেষ্টা করা করছে।

মূলত মালয়েশিয়া ভারতের থেকে ১৮ তেজসঃ ফাইটার জেট ক্রয়ের আগে চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি JF – 17 ফাইটার জেট করে করার উপর বিচার করছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে মালয়েশিয়া ভারতের তৈরি এই তেজস ফাইটার জেট ক্রয় করার জন্য ইচ্ছা প্রকাশ করে। যার ফলে চীন ও পাকিস্তানের হাত থেকে এই ১৮ টি ফাইটার জেট বিক্রি করার সুযোগ হাতছাড়া হয়ে যায়।

আরো পড়ুন :- বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার অস্ত্র তৈরি করছে আমেরিকা, চীনের ক্ষেপণাস্ত্র ধ্বংস হবে

মূলত মিশর ভারতের এই তেজস ফাইটার জেট ক্রয় করতে  আগ্রহ প্রকাশ করার পরেই , চীনের তরফ থেকে মালয়েশিয়াকে অফার দেওয়া হয় যে মালয়েশিয়া ভারতের থেকে তেজসঃ ফাইটার জেট না কিনে চীনের থেকে JF – 17 ফাইটার জেট ক্রয় করুক। আর এর জন্য চীন মালয়েশিয়াকে 30% ডিসকাউন্ট দিতে রাজি হয়েছে। এর সাথে আরও বিভিন্ন সুযোগ সুবিধা দেবে চীন ।

আর চীনের তরফ থেকে এই খবর আসতেই মালয়েশিয়ার মিডিয়ায় তা ছড়িয়ে পড়ে।  এমনকি মালয়েশিয়ার মিডিয়ার তরফ থেকে সরকারকে জিজ্ঞাসা করা হয় যে ,  সরকার চীনের এই অফার গ্রহণ করবে কিনা ? কারণ ভারতের থেকে ১৮ টি তেজসঃ ফাইটার জেট ক্রয় করতে মালয়েশিয়ার খরচ করতে হবে ৯০০ মিলিয়ন ডলার।  এমনি চীনের JF – 17 ফাইটার জেট ক্রয় করতেও  খরচ হবে ৯০০ মিলিয়ন ডলার। তবে চীন ৩০% ডিসকাউন্ট দেয়াতে তার দাম এসে দাঁড়াবে ৬০০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৩০০ মিলিয়ন ডলার খরচ কম করতে হবে মালয়েশিয়াকে।

আরো পড়ুন :- Good News : ভারতের AMCA ফাইটার জেট প্রজেক্টে যুক্ত হতে চায় ব্রিটেন

কিন্তু মালেশিয়ার মিডিয়া তরফ থেকে সরকারের কাছে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের জবাবে মালয়েশিয়া সরকার দেশবাসীকে ও মিডিয়াকে জানিয়েছে যে , তারা ভারতের থেকেই তেজস ফাইটার জেট ক্রয় করতে চলেছে। কারণ , মাত্র দু মাস আগেই মালয়েশিয়ার উপরে দাদাগিরি করতে , চীনের প্রায় ২০ টি ফাইটার জেট মালেশিয়ার আকাশে প্রবেশ করেছে। এমনকি চীন মালয়েশিয়ার যে সমুদ্রসীমা সেই  সমুদ্রসীমা কে নিজের সমুদ্রসীমা বলে দাবি করে।

এছাড়া মালয়েশিয়া তরফ থেকে জানানো হয় যে চীন মালয়েশিয়াকে এক শত্রু দেশ হিসেবে মনে করে। তাই চীনের থেকে ফাইটার জেট ক্রয় করা মালয়েশিয়ার পক্ষে কোন সঠিক কাজ হবেনা। চীনকে কাউন্টার করতে ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে এই ফাইটার জেট অনেক কার্যকরী হবে বলেই মালয়েশিয়া সরকার মনে করে। ”  তাই মালয়েশিয়া সরকারের তরফ থেকে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই জানিয়ে দেওয়া হয় তারা চীনের ডিসকাউন্ট গ্রহণ করছে না। তারা ভারতের থেকেই তেজস ফাইটার জেট ক্রয় করছে। কারণ ভারতের তেজসঃ ফাইটার জেট চীন ও পাকিস্তানের তৈরি JF – 17 ফাইটার জেটের থেকে কয়েক গুণ ভালো।

এমনকি ভারতের তৈরি তেজস ফাইটার জেটে ভারতের মিসাইল , রাশিয়ার মিসাইল ,  ফ্রান্সের মিসাইল ও  আমেরিকা সহ  বিভিন্ন দেশের মিসাইল লাগানো যায়। কিন্তু চীনের তৈরী JF – 17 ফাইটার জেটে শুধুমাত্র চীনের তৈরী মিসাইল লাগানো যায়। যার ফলে মালয়েশিয়া যদি চীনের JF – 17 ফাইটার জেট ক্রয় করে। তাহলে চীনের উপরে নির্ভর থাকতে হবে সেই ফাইটার জেটের মধ্যে লাগানো মিসাইল এর জন্য। তাই মালয়েশিয়া ভারতের তৈরী এই তেজসঃ ফাইটার জেট নিজের সেনায় যুক্ত করতে চলেছে।

প্রিয় দর্শক ভারতের তৈরি এ তেজস ফাইটার জেট নিয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট করুন।

আরো পড়ুন :- এরদোগানের ভারত বিরোধিতার দাম দিতে হচ্ছে তুর্কির জনসাধারণকে !

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন