Bangla News Dunia , অজয় দাস :– চীনের এক বিরাট বড় চালাকি ধরল আমেরিকা। মূলত চীন আবুধাবিতে একটি গুপ্ত সেনা ঘাঁটি তৈরি করতে চলেছিল। কিন্তু আমেরিকার কারণে তা ধরা পড়ে যায়। মূলত UAE তার আবুধাবিতে একটি পোর্ট বানানোর জন্য চীনের সাথে কন্ট্রাক্ট করে সেই কন্ট্রাকে , চীন 1 বিলিয়ন ডলারে আবুধাবিতে একটি পোর্ট নির্মাণের কাজ হাতে নেয়। সেই কন্ট্রাকে চীন আবুধাবির থেকে লেখে নেয় যে , চীন এই পোর্টের দায়িত্বে থাকবে। এমনকি এই পোর্টের বিষয়ে কোনো কথা বলতে পারবেনা UAE অর্থাৎ চিন সেই পোর্টে কি করবে না করবে তার উপরে কোনো হস্তক্ষেপ করতে পারবেনা UAE। ( খুব সহজে এই বিষয়ে বিস্তারিত জানতে একদম নিচে দেওয়া ভিডিওটি দেখুন। এছাড়া ভিডিওটিতে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আরো ভিডিও দেখতে পারেন। )
কিন্তু আবুধাবির শাসকরা চীনের এই চালাকি ধরতে না পারায় তারা স্বাভাবিকভাবেই সেই এগ্রিমেন্টে স্বাক্ষর করে। কিন্তু আস্তে আস্তে চীন সেখানে এক মিলিটারি বেস তৈরি করতে শুরু করে দেয়। কিন্তু আমেরিকা তার স্যাটেলাইট ও গুপ্তচর বাহিনীর মাধ্যমে চীনের এই চালাকি ধরে ফেলে। এমনকি সাথে সাথে UAE-র যে শাসক তাদের জানায় আমেরিকা। যার ফলে আবুধাবিতে চীনের এই সেনা ঘাঁটি তৈরি করা থেকে আটকালো আমেরিকা। এমনকি বর্তমানে আমেরিকা সেখানে কাজ আটকে দিয়েছে।
মূলত চীন আবুধাবিতে এই সেনাঘাঁটি তৈরির মাধ্যমে একদিকে যেমন ভারতের উপরে নজর রাখতো তেমনি আমেরিকার উপরেও নজর রাখত ।
মূলত আবুধাবির পাশেই অবস্থিত কাতার আর কাতারে আমেরিকার এক নৌ বাহিনী মোতায়েন রয়েছে। যেই নৌ বাহিনীর মাধ্যমে আমেরিকা সমগ্র মধ্যপ্রাচ্যে উপর নজর রাখে। আর চীন আবুধাবিতে তার গুপ্ত সেনাঘাঁটির মাধ্যমে কাতারে অবস্থিত আমেরিকার নৌ বাহিনী ও ভারতের উপরে নজর রাখতো।
আরো পড়ুন :- বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার অস্ত্র তৈরি করছে আমেরিকা, চীনের ক্ষেপণাস্ত্র ধ্বংস হবে
কারণ যদি চীনের সাথে ভারতের যুদ্ধ হয় , যুদ্ধ উপস্থিতিতে আমেরিকার কাতারে অবস্থিত এই নৌ-বাহিনী ভারতকে সাহায্যের জন্য আসবে। কারণ ভারতের সবচেয়ে কাছে আমেরিকার এই নৌবাহিনী রয়েছে যার ফলে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই নৌ-বাহিনী ভারতকে সাহায্যের জন্য আসতে সুবিধা হবে। কিন্তু চীন যদি আবুধাবিতে এই সেনা ঘাঁটি তৈরি করতে পারত তাহলে যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকার সমগ্র গতিবিধির উপর নজর রাখতে পারতো । কিন্তু অবশেষে আমেরিকার জন্য চীনের এই পরিকল্পনা ব্যর্থ হলো। অথাৎ এতদিন চীন ডুপ্লিকেট করতো , চুরি করতো এখন চীন নিজের স্বার্থ সিদ্ধির জন্য চালাকির সাহায্য নিচ্ছে।
আরো পড়ুন :- Good News : ভারতের AMCA ফাইটার জেট প্রজেক্টে যুক্ত হতে চায় ব্রিটেন
প্রিয় দর্শক চীনের এই কাজকর্ম নিয়ে আপনার কি মতামত তা ভিডিওর নিচে কমেন্ট করুন।
Source :- banglanewsdunia.com