Bangla News Dunia , অজয় দাস :– ইজরায়েল ভারতকে এমন এক খতরনাক হাতিয়ার এর অফার দিলো যা রাশিয়ায় s- 400 মিসাইল ডিফেন্স সিস্টেম এর থেকেও খতরনাক। আর এই হাতিয়ার যদি চীন ও পাকিস্তানের সীমানায় রেখে দেওয়া হয় তাহলে যুদ্ধ পরিস্থিতিতে চীন ও পাকিস্তানের মধ্যে তান্ডব করতে পারবে ভারত। ( খুব সহজে এই বিষয়ে বিস্তারিত জানতে একদম নিচে দেওয়া ভিডিওটি দেখুন। এছাড়া ভিডিওটিতে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আরো ভিডিও দেখতে পারেন। )
আপনাদের জানিয়ে দিন এই হাতিয়ার ইজরায়েল তৈরি করেছে আর বর্তমানে ইজরায়েল ছাড়া বিশ্বের কোন দেশের কাছে এই হাতিয়ার নেই। আর ইজরায়েল সর্বপ্রথম ভারতকেই এই হাতিয়ার দেবার জন্য অফার দিলো। আপনি জানলে অবাক হবেন ফোবস ম্যাগাজিন আমেরিকার এক বিরাট বড় ম্যাগাজিন, নিউজ ম্যাগাজিন এই হাতিয়ারকে এক revolution বলে উল্লেখ করেছে।
যার ফলে আপনি বুঝতে পারছেন যে এই হাতিয়ার কত খতরনাক এমনকি কতটা শক্তিশালী। আপনাদের এই বিষয়ে বিস্তারিত জানাবো তার আগে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করুন যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।
আরো পড়ুন :- পাকিস্তানের উপর সবচেয়ে বড় পদক্ষেপ নিয়েছে রাশিয়া
প্রিয় দর্শক ইজরায়েলের তৈরি খতরনাক হাতিয়ার এর নাম স্করপিয়াস ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম। এই হাতিয়ার বিশ্বের মধ্যে সর্বপ্রথম গ্রাউন্ড বেস্ট ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম। এই সিস্টেম এতটাই শক্তিশালী যে শত্রু দেশের ফাইটার জেট , ড্রোন ও মিসাইলকে অকেজো করে দিতে পারে।
মূলত এই স্করপিয়াস ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম শত্রু দেশের ফাইটার জেট, ড্রোন ও মিসাইলের যে নেভিগেশন সিস্টেম ও কন্ট্রোল সিস্টেম রয়েছে অর্থাৎ শত্রু দেশের যেখান থেকে সেই ফাইটার জেট , ড্রোন বা মিসাইলকে কন্ট্রোল করা হচ্ছে তার সাথে যে কানেকশন তা নষ্ট করে দিতে পারে। এমনকি নেভিগেশনও নষ্ট করিতে পারে। যার ফলে শত্রু দেশের ফাইটার জেট দিকভ্রষ্ট হয়ে যাবে। যার ফলে ওই ফাইটার জেট অকেজো হয়ে পড়বে।
আরো পড়ুন :- Good News : ভারতের AMCA ফাইটার জেট প্রজেক্টে যুক্ত হতে চায় ব্রিটেন
আর এই স্করপিয়াস ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করতে এক পয়সা খরচ নেই। কিন্তু এই একই কাজ যদি ভারত এস-ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম এর মাধ্যমে করে তাহলে ভারতকে কয়েকশো কোটি ডলার খরচ করতে হবে। কারন একটি মিসাইল শত্রু দেশের একটি ফাইটার জেটকে ধ্বংস করতে পারবে। কিন্তু তার বিপরীতে এই স্করপিয়াস ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম শত্রু দেশের যত ফাইটার জেট রয়েছে , যত ড্রন রয়েছে ও মিসাইল রয়েছে সেই সকল যুদ্ধাস্ত্রের নেভিগেশন বন্ধ করতে পারবে , সেই সকল যুদ্ধাস্ত্রের গ্রাউন্ড স্টেশনের কানেকশন নষ্ট করে দিতে পারবে। যার ফলে সেই সকল যুদ্ধাস্ত্র তার গ্রাউন্ড টেশন থেকে ছিন্ন হয়ে যাবে। ফলে সেই সকল যুদ্ধাস্ত্র অকেজো হয়ে পড়বে।
ইসরাইলের তৈরি এই স্করপিয়াস ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেমের ক্ষমতা দেখেই বুঝতে পারছেন কেন আমেরিকার ফোবস ম্যাগাজিন এই যুদ্ধাস্ত্রকে revolotionary বলেছে। তবে এখনো এই স্করপিয়াস ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেমের রেঞ্জ থেকে জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে এই হাতিয়ারের রেঞ্জ অনেক।
আরো পড়ুন :- এরদোগানের ভারত বিরোধিতার দাম দিতে হচ্ছে তুর্কির জনসাধারণকে !
তবে প্রিয় দর্শক আপনার কি মত ? ভারতের কি ইজরায়েলের থেকে এই স্করপিয়াস ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম ক্রয় করা উচিত কিনা ? তা নিচে কমেন্ট করুন।