Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- কেনা চায় পরিবারে আসুক আর্থিক উন্নতি , দূর হোক অভাব অনটন , সর্বদা পরিবারে থাকুক সুখ শান্তি। এই জিনিস সকলেই চায়। তবে কিছু মানুষ পায় আর কিছু মানুষ পায় না। অনেক সময় দেখা যায় বহু চেষ্টা সত্ত্বেও পারিবারিক আর্থিক অভাব কাটিয়ে ওঠা যায় না। আমাদের বাস্তু শাস্ত্রে এমন কিছু উপায় সম্পর্কে জানানো হয়েছে, যার ফলে পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি হয়। তবে চলুন সেই সমন্ধে আপনাদের জানানো যাক —
আরো পড়ুন :- আগামী ২৫ দিন দুর্দান্ত কাটবে এই রাশির জাতকদের , আয় বৃদ্ধি পাবে। আপনি কি রয়েছেন তালিকায় ?
১. ধাতুর কচ্ছপ :- বাড়ির উত্তর দিকে ধাতুর কচ্ছপ রাখা শুভ। তবে এই কচ্ছপের মুখ বাড়ির ভিতরের দিকে রাখবেন। এর প্রভাবে পরিবারে সুখ-সমৃদ্ধির বৃদ্ধি পাবে।
২. মাটির কলসি :- বাস্তু শাস্ত্র অনুযায়ী পারিবারিক আর্থিক অনটন থেকে মুক্তি পেতে মাটির কলসিতে জল ভরে বাড়ির উত্তর দিকে রাখা উচিত। এতে পরিবারের আর্থিক সমস্যা দেখা দেয় না।
৩. হাতির মূর্তি :- বাস্তু শাস্ত্রে হাতির মূর্তিকে অত্যন্ত শুভ মনে করা হয়। মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য হাতির মূর্তি বা হাঁসের জোড়া বাড়িতে রাখতে পারেন।
৪. ক্রিস্টাল বল :- বাড়িতে ক্রিস্টাল বল রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর বাড়িতে এই ক্রিস্টাল বল রাখলে অর্থাভাব থাকে না।
৫. তুলসী গাছ :- তুলসী গাছ খুবই শুভ তা আমরা সকলেই জানি। বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর দিকে তুলসী গাছ লাগানো উচিত। মনে করা হয় বাড়িতে তুলসী গাছ লাগালে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। এছাড়া তুলসী পুজো করলে মা লক্ষ্মী প্রসন্ন হন।
৬. লক্ষ্মীর মূর্তি :- মা লক্ষ্মী অর্থের দেবী। বাস্তু শাস্ত্র অনুযায়ী , বাড়ির উত্তর দিকে পদ্মে অধিষ্ঠিত মা লক্ষ্মীর মূর্তি রাখা যেতে পারে। এছাড়া ছবিও বাড়িতে লাগাতে পারেন , এতে পরিবারে সুখ-সমৃদ্ধি আসে এবং অর্থাভাব দূর হয়।
৭. ধাতুর মাছ :- বাস্তু অনুযায়ী বাড়িতে ধাতুর মাছ রাখা শুভ বলে বিবেচিত হয়। এর প্রভাবে সমস্যা তো দূর হবেই , পাশাপাশি অর্থের আগমনও ঘটবে।
আরো পড়ুন :- জানুন কোন ৩ রাশির জাতকদের হাতে টাকা থাকে না , এরা প্রচুর অর্থ খরচ করে থাকেন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)