ভারত কি স্বদেশী স্টেলথ Bomber তৈরী করবে ?

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অজয় দাস :– চীনের সাথে যুদ্ধের পরিস্থিতিতে ভারতের এক পরমাণু বোম্বার খুবই প্রয়োজন। আর এই কথা ভারতের সকল প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলে থাকেন। তার কারণ ইতিমধ্যেই চীনের কাছে পরমাণু বোম্বার রয়েছে। যার মাধ্যমে চীন যুদ্ধের পরিস্থিতি ভারতের উপর পরমাণু হামলা করতে সক্ষম হবে কিন্তু চীনের বিপরীতে ভারতের কাছে বর্তমানে কোন বোম্বার নেই। ( খুব সহজে এই বিষয়ে বিস্তারিত জানতে একদম নিচে দেওয়া ভিডিওটি দেখুন। এছাড়া ভিডিওটিতে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আরো ভিডিও দেখতে পারেন। )  

কিন্তু ভারতের বিপরীতে চীন নিজের একটি পরমাণু বোম্বার সেনা তৈরি করতে চলেছে। আর যার ফলেই চীনকে কাউন্টার করতে ভারতের পরমাণু বোম্বার প্রয়োজন। কিন্তু বর্তমানে ভারতের কাছেই পরমাণু বোম্বার নেই কিন্তু আমেরিকার কাছে পরমাণু বোম্বার রয়েছে। আর আমরা কয়েকদিন আগেই এক ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে ভারতের সাহায্যের জন্য আমেরিকা তার B-1 সুপারসনিক বোম্বার ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়া দ্বীপে মোতায়েন করেছে , যাতে করে যুদ্ধ পরিস্থিতিতে ভারতকে এই বোম্বার দিয়ে সাহায্য করতে পারে আমেরিকা।

avilo home

তবে এখন প্রশ্ন চীনকে কাউন্টার করতে গেলে ভারতের এক পরমাণু বোম্বার যুক্ত সেনার প্রয়োজন। তবে ভারত – আমেরিকা থেকে এই বোম্বার কিনবে না নিজের দেশের মধ্যে তৈরি করবে এখন এটাই প্রশ্ন। কিন্তু ইতিমধ্যেই আমেরিকা-ভারতের সাহায্যের জন্য এক পরমাণু বোম্বার ভারতের সীমানা কাছে এনে রেখেছে। যার ফলে ভারত যুদ্ধের পরিস্থিতি আমেরিকা থেকে সাহায্য পেয়ে যাবে। কিন্তু ভারতের এখন উচিত নিজের স্বদেশী ভাবে এক পরমাণু বোম্বার তৈরি করা। এমনকি ইতিমধ্যেই ভারতের কাছে ফাইটার জেট তৈরির স্টেলথ টেকনোলজি চলে এসেছে। এছাড়া ভারতের কাছে ফাইটার জেট তৈরি করতে যেই ইঞ্জিনের প্রয়োজন সেই ইঞ্জিনও তৈরি হয়ে গিয়েছে।

আরো পড়ুন :- চীনকে সরিয়ে ভারত মালয়েশিয়ার যুদ্ধাস্ত্রের বাজার একচেটিয়া দখল করতে প্রস্তুত 

আমরা আপনাদের জানিয়ে ছিলাম যেখানে ভারত নিজের কাবেরী  ইঞ্জিনকে রাশিয়ায় পাঠাচ্ছে জানুয়ারি মাসে তার ইঞ্জিন টেস্টের জন্য । আর ফাইটার জেট তৈরী করতে  সবথেকে কঠিন কাজ হচ্ছে তার ইঞ্জিন তৈরি। আর ইতিমধ্যেই ভারত নিজের স্বদেশী ইঞ্জিন তৈরি করে ফেলেছেন। DRDO ইতি মধ্যেই ভারতের জন্য একটি ছোট স্টেলথ বোম্বার ড্রোন বানিয়ে ফেলেছে।

আরো পড়ুন :- S-400 এর থেকেও খতরনাক যুদ্ধাস্ত্র ভারতকে অফার করলে ইজরায়েল। 

যার ফলে বিশেষজ্ঞদের মত , ভারতের উচিত ভারতের মধ্যেই এই স্বদেশী পরমাণু বোম্বার তৈরি করা। কারণ ভারতের কাছে একদিকে যেমন স্টেলথ টেকনোলজি রয়েছে তেমনই ভারতের কাছে কাবেরী ইঞ্জিন রয়েছে। আর তারই সাথে ভারত একটি ছোট স্টেলথ বোম্বার ড্রোন বানিয়ে ফেলেছে। ফলে এই ড্রোনের টেকনোলজি দিয়েই ভারত এক স্টেলথ বোম্বার তৈরী করতে পারে।

যার ফলে বিশেষজ্ঞরা মনে করছে ভারতের ডিআরডিও ও হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড মিলে ভারতেই স্বদেশী পরমাণু বোম্বার তৈরি করতে পারে। তবে এখন দেখার ভারত এই প্রজেক্টটিতে হাত দেয় কিনা ,  না আমেরিকা থেকে এই বোম্বার ক্রয় করে।

আরো পড়ুন :- চিনের সাথে যুদ্ধে ভারতের অস্ত্র হতে চলেছে অ্যান্টি-রেডিয়েশন রুদ্রম-২ মিসাইল

প্রিয় পাঠক আপনার কি মতামত ভারতের কি পরমাণু বোম্বার স্বদেশী ভাবে তৈরি করা উচিত , না আমেরিকা থেকে ক্রয় করা উচিত ? আপনার মতামত নিচে কমেন্ট করুন।

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন