Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : ডিসেম্বরেই দেশের বাজারে নয়া করোনা টিকা ! ডিসেম্বরের মধ্যেই ভারতে আসছে রাশিয়ান টিকা স্পুটনিক ভির নতুন বুস্টার। স্পুটনিক লাইট ভারতে ডিসেম্বরের মধ্যে চলে আসবে বলে আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে সংস্থা। সাংবাদিক সম্মেলনে সংস্থার তরফে জানানো হয়েছে, ‘ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত গতিতে কাজ করছি। আশা করা যায় ডিসেম্বরেই ভারতের বাজারে আনা যাবে স্পুটনিক লাইট টিকাকে।’ ‘ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই টিকা খোলা বাজারে নিয়ে আসবে রাশিয়া।’
সেই সংস্থার তরফে জানানো হয়েছিল, ১২ থেকে ১৭ বছরের শিশুদের জন্য স্পুটনিক ভি ব্যবহার করা হবে। রাশিয়া সরকার অনুমতি দিলেই ব্যবহার করা যাবে।’ গোটা বিশ্বের মধ্যে করোনা সংক্রমণে ফের শীর্ষে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজারের বেশি ব্যক্তি আক্রান্ত হয়েছে। যার মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজারের বেশি মানুষের।আক্রান্তের ঝড় বাড়বে আগামী দিনে। শুধুমাত্র টিকা না নেওয়ার প্রবণতা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের।
আরো পড়ুন :- GDP বৃদ্ধিতে চীনকে পিছনে ফেলতে চলেছে ভারত , তৈরি হবে নতুন রেকর্ড
আগেই করোনার টিকা আবিস্কার করলেও মানুষের অনীহা ও বেপরোয়া মানসিকতা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সরকারের তরফে হস্তক্ষেপ করলেও টিকাকরণের হার বাড়ানো যাচ্ছে না। WHO-র তরফে সাবধান করা হয়েছিল রাশিয়া ও ইউরোপে মার্চ মাসের মধ্যে মৃত্যু হবে ৭ লক্ষ মানুষের। যার শুরুটা হয়েছে এখন থেকেই। ফলে বাড়ছে উদ্বেগ তাই প্রয়োজন আরও টিকা দানের।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
মাস্ক ব্যবহার করুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন