তালিবান শাসিত আফগান ভূমে আছে অলৌকিক মাতৃ মন্দির , জানুন সেই কাহিনী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : আফগান ভূমি তালিবানদের হাতে। গোটা বিশ্ব সেই পরিস্থিতি দেখেছে। আফগান বাসিন্দাদের উপর তালিবান শাসকরা চাপিয়ে দিচ্ছে কঠিন ফতোয়ার তেমনই হিন্দু শিখ-সহ অন্য ধর্মীয় স্থান গুলি বিভিন্ন সময় তালিব জিহাদিদের রোষের মুখে পড়েছে। বিভিন্ন ধর্মীয় স্থানের ক্ষতি করেছে তালিবান যোদ্ধারা। আজ জানাব আফগানিস্তানের দুর্গা মন্দিরের কথা। সন্ত্রাসের মধ্যেও মন্দিরে নানা চমকপ্রদ ঘটনা ঘটে চলে রাজধানী কাবুলের আশা পাহাড়ের চূড়োয় অবস্থিত এই মন্দির। জেনে নিন এই মন্দির সম্পর্কে।

avilo home

শক্তিরূপিনী দেবী দুর্গার মন্দিরটি অবস্থিত বলে এখানে দেবী আশা মা নামে পরিচিত। এটি একটি প্রাচীন শক্তিপীঠ। প্রচলিত বিশ্বাস অনুসারে আসা মাই ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। তাই তাঁর নাম আশা মাই, এমনটাও মনে করেন অনেকে। দেবীর নামে এই পাহাড় তাই আশপাশের এলাকা আশা পাহাড়ি নামে পরিচিত। এখানকার মানুষদের এই দেবী সম্পর্কে মনে গভীর বিশ্বাস ও শ্রদ্ধাবোধ রয়েছে। এখানে দেবী শক্তির পাশে রয়েছে আশা মাইয়ের মূর্তি। সঙ্গে রয়েছে আরও অনেক দেবদেবীর মূর্তি।

মনে করা হয় আজও এখানে নানা অদ্ভুত ঘটনা ঘটতে দেখা যায়। তালিবান ক্ষমতায় আসার পর সুরক্ষিত থাকার প্রার্থনা জানিয়ে অনেক পূণ্যার্থী পুজো দিয়েছেন মন্দিরে। কথিত আছে যে তালিবানরাও এই মন্দিরের নানা চমকপ্রদ ঘটনায় ভীত, তাই আশেপাশে তারা খুব একটা আসে না। আশা মাই তাঁর ভক্তদের মনের সব আশা পূরণ করেন বলে প্রচলিত বিশ্বাস। মন দিয়ে মায়ের পুজো করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়। সন্তান কামনা করে, সুখ, শান্তি ও সম্পদ চেয়ে অনেকেই এই মন্দিরে পুজো করেন। শুদ্ধ মনে ডাকতে পারলে দেবী তাঁদের মনকামনা পূরণ করেন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন