Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- সকলের যে সব জিনিস সমান ভাবে হবে তা বলা যায় না। আর তেমনই বিয়ের ক্ষেত্রেও এমনটা দেখা যায়। জ্যোতিষ শাস্ত্র মতে, গ্রহের ফেরে অনেকেরই বিয়েতে বাধা আসে। আর ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই এমনটা দেখা যায় । মনের মতো পাত্র বা পাত্রী পাওয়া , আর সঠিক সময় বিয়ে হওয়া- বেশ সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আর বিয়েতে বার বার বাধা এলে জ্যোতিষ শাস্ত্র মতে কিছু সহজ টোটকা মেনে চলতে পারেন। তবে চলুন টোটকা গুলি দেখে নেওয়া যাক।
আরো পড়ুন :- ৫ ডিসেম্বরের পর থেকে ভাগ্যদ্বয় হবে এই রাশি গুলির জাতকদের , হবে আর্থিক বৃদ্ধি
১. অনেক বাড়িতেই ঘরের দরজার সামনে জুতো রাখার অভ্যেস আছে। এই অভ্যেস আজই বদলাতে হবে। ঘরের সামনে জুতো রাখলে সব কাজে বাধা আসে। দরজার সামনে জুতো রাখবেন না , একটু ধারে ( Side ) করে রাখুন। পরিবারের সকলেই এই অভ্যেস বদলান, দেখবেন বিয়েতে যেই বাধা আসছে তা কেটে যাবে।
২. বিয়ের বাধা কাটাতে প্রতি সোমবার শিবের পুজো করতে পারেন। প্রতি সোমবার করে ফুল ও বেল পাতা দিয়ে শিবের পুজো করুন। শিবের মাথায় জল ঢেলে মনের কথা জানা। পর পর ৭টা সোমবার এই টোটকা মেনে চলুন। শুক্রবার শিবপুজো করলে বিয়ের বাধা কেটে যাবে।
৩. বাড়িতে বিয়ের সম্বন্ধ দেখতে এলে নতুন পোশাক পরে যান। ছেলে বা মেয়ে উভয়ই এই টোটকা পালন করবেন।
৫. বাড়িতে কোনো বিবাহ যোগ্য মেয়ের বিয়ে না হবে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে বিবাহ যোগ্য মেয়েকে একটি হলুদ রঙের পোশাক উপহার দিন। তা না হলে, শুক্রবার সাদা পোশাক উপহার দিতে পারেন। আর ওই বিবাহযোগ্য মেয়েকে পর পর ৪ সপ্তাহ এমন পোশাক উপহার দিন। অথাৎ শুক্রবার হলে শুক্রবার বা বৃহস্পতিবার হলে বৃহস্পতিবার।
৪. বিবাহযোগ্য ছেলে বা মেয়ের শোওয়ার ঘর দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন না। এতে তার বিয়েতে বাধা আসে। আর এতে বাস্তু দোষ তৈরি হয়। যা সকল শুভ কাজে বাধা সৃষ্টি করে।
আরো পড়ুন :- জানুন ২০২২ সালে শনির অবস্থা কেমন হবে, কোন রাশির উপর বক্র দৃষ্টি থাকবে ?
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)