Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : করোনা সংক্রমণ কমতেই শিকেয় স্বাস্থ্য বিধি। মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখার মতো সাধারণ নিয়মও ভুবেছিলেন অনেকে। করোনার নতুন ভ্যারিয়েন্ট এসে তাদের একবার মনে করিয়ে দিচ্ছে কতটা ভয়ঙ্কর হতে পারে সংক্রমণ। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সম্পর্কে এমনটাই বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন। করোনা থেকে বাঁচতে মাস্ক পরা জরুরি, তার উপরও বিশেষ জোর দেন তিনি।
দক্ষিণ আফ্রিকায় খোঁজ মেলা নতুন ভ্যারিয়েন্ট বি.১.১.৫২৯-কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে ওমিক্রন নাম দেওয়া হয়েছে। এটিকে উদ্বেগের কারণ হিসাবেও চিহ্নিত করা হয়েছে। তুলনায় আরও বেশি সংক্রামক ও ক্ষতিকারক হতে পারে বলেও ধারণা গবেষকদের। WHO-র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই নতুন ভ্যারিয়েন্ট তাদের কাছে সচেতন হওয়ার একটি বার্তা, যারা করোনাবিধি অনুসরণ করছিলেন না। সংক্রমণ রুখতে মাস্কের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, “প্রাপ্তবয়স্কদের সম্পূর্ণ টিকাকরণ, ভিড় এড়ানো, জিনোম সিকোয়েন্সিংয়ের হার আরও বাড়ানো এবং করোনা সংক্রমণ হঠাৎ বৃদ্ধি পেলে, তার উপর কড়া নজরদারি। এই নতুন ভ্যারিয়েন্ট হংকং, ইজরায়েল ও বেলজিয়ামেও ছড়িয়ে পড়েছে এই নতুন ভ্যারিয়েন্ট।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী বলেন, “করোনার আগের রূপ গুলির সঙ্গে এই ভ্যারিয়েন্টের তুলনা করা উচিত নয়। এর চরিত্র বোঝার জন্য আরও গবেষণার প্রয়োজন। আপাতত টিকাকরণের উপর জোর দেওয়া উচিত। এছাড়াও জনস্বাস্থ্য বিধি গুলিও মেনে চলা প্রয়োজন।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল