করোনার ‘ওমিক্রন’ প্রজাতির বিরুদ্ধে কতটা কার্যকরী কোভিশিল্ড ও কোভ্যাক্সিন ? দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : ভারতে করোনা ভাইরাসের ‘ওমিক্রন’ প্রজাতির এখনও হদিশ মেলেনি। তবে ইতিমধ্যে করোনার সেই নয়া প্রজাতি নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে। এখন প্রশ্ন উঠছে, ‘ওমিক্রন’-র বিরুদ্ধে কতটা কার্যকরী হবে ভারতের দুটি টিকা কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন ? বেশ কিছুটা চিন্তার খবর শুনিয়েছেন বিশেষজ্ঞরা।

সেই বি.১.১.৫২৯ প্রজাতির করোনা সংক্রমন নিয়ে আপাতত তথ্য আছে, তার ভিত্তিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের মহামারীবিদ্যা ও সংক্রামক বিভাগের প্রধান সমীরণ পন্ডা জানিয়েছেন , আমাদের দেশের টিকা গুলি ওমিক্রনের বিরুদ্ধে কার্যকরী নাও হতে পারে। তাই ‘ওমিক্রন’-এর ক্ষেত্রে ইতিমধ্যে পরিবর্তন দেখা গিয়েছে। ওই টিকা গুলির পরিবর্তন করতে হবে। কিন্তু সব টিকা একরকমের হয় না। কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন ভিন্নভাবে মানবদেহে রোগ প্রতিরোধকারী ব্যবস্থা গড়ে তোলে

avilo home

শুক্রবারই নয়া বি.১.১.৫২৯ প্রজাতিকে ‘উদ্বেগজনক’ বলেছে WHO। তাদের তরফে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম বি.১.১.৫২৯ প্রজাতির করোনা সংক্রমিত হওয়ার খবর এসেছে। করোনার প্রথম যে সংক্রমণ ধরা পড়েছিল, তার নমুনা সংগ্রহ করা হয়েছিল গত ৯ নভেম্বর।

কয়েকটি মিউটেশন তো উদ্বেগজনক। যা নিয়ে চিন্তা বাড়ছে। যা তথ্য মিলেছে, তাতে জানা গিয়েছে যে অন্যান্য ‘উদ্বেগ জনক’ আর বি.১.১.৫২৯ প্রজাতির ক্ষেত্রে পুনরায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি। তার ফলে দক্ষিণ আফ্রিকার সব প্রদেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

বিশেষ বিজ্ঞপ্তি : মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন। টিকা নিন আর সুস্থ থাকুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন