Bangla News Dunia , অজয় দাস :– অনেক ছেলেদের মধ্যে এই প্রবণতা থাকে প্রেমিকাকে কন্ট্রোল করার। তার কারণ তারা মনে করেন মেয়েরা নিজের ভালো বোঝে না। অভিভাবকের মতো প্রেমিকাকে ট্রিট করার চেষ্টা করেন। প্রেমিকার প্রতিটি বিষয়ে নাক না গলালে তাদের চলে না। আর তার ফলেই প্রেমিকা একদিন নিজের মতো চলাফেরা করলে শুরু হয়ে যায় ঝরগা ও অশান্তি । ফলে ধীরে ধীরে সম্পর্ক খারাপ থেকে খারাপের দিকে পৌঁছতে থাকে।
আরো পড়ুন :- আপনার বিয়ে হবে প্রেম করে নাকি দেখাশুনা করে ? দেখুন জ্যোতিষ সংখ্যা তত্ত্ব
এমন অবস্থায় প্রেমিককে বোঝা উচিত যে বর্তমানে সকলেই প্রাপ্তবয়স্ক সকলেই নিজের ভালোটা বুঝতে পারে। আর যদি নিজের প্রেমিকা নিজের ভালো বুঝতে না পারে তাহলে শত চেষ্টা করেও তাকে নিজের ভালো বোঝাতে পারবে না তার প্রেমিক। আর ঠিক তেমনটাই প্রেমিকের ক্ষেত্রে ঘটে থাকে। প্রেমিকও যদি নিজের ভালো না বোঝে তাহলে প্রেমিকাও তার প্রেমিককে ভালোটা বুঝাতে পারবে না।
তাই নিজের প্রেমিক বা প্রেমিকার ওপর খবরদারি না করে তার ভালোটা তাকেই বুঝে নিতে দিন। এতে সম্পর্ক হয়তো আরো ভালো হবে। কিন্তু নিজের বিপরীত মানুষটির উপর খবরদারি করলে সে আপনার ওপর বিরক্ত হতে পারে ফলে সম্পর্ক আরও খারাপ হতে পারে। আর সম্পর্ক ভাঙার থাকলে তা এমনিতেই ভেঙ্গে যাবে।
আরো পড়ুন :- DRDO ২টি আশ্চর্যজনক কাজ করতে চলেছে !