Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- গত বুধবার মকর রাশিতে দুটি বিশেষ গ্রহের যুতি সৃষ্টি হয়েছে। শুক্র ও শনি এক সঙ্গে মকর রাশিতে বিরাজ করছে। মকর শনির স্বরাশি। কোনও একটি রাশিতে প্রায় আড়াই বছর বিরাজ করে শনি। তার ৩০ বছর পর পুনরায় সেই রাশিতে প্রবেশ করে এই গ্রহ। জ্যোতিষশাস্ত্রে শনিকে ন্যায় ও কর্মফলদাতা হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে শুক্রকে সুখ, ভোগ, বিলাসিতা, সৌন্দর্য ও ভালোবাসার কারক গ্রহ বলা হয়ে থাকে।
আরো পড়ুন :- শাস্ত্র মতে বাড়িতে ঘোড়ার খুর রাখা শুভ, জেনে নিন ঘোড়ার খুর বাড়িতে রাখলে কী হয়
মকর রাশিতে কত দিন থাকবে শুক্র-শনির যুতি :- সুখ ও বৈভব প্রদানকারী শুক্র গ্রহ ৮ ডিসেম্বর ১২টা ৫৬ মিনিটে মকর রাশিতে প্রবেশ করেছে। সেখানে আগে থেকেই শনি উপস্থিত ছিল । ৩০ ডিসেম্বর ২০২১ পর্যন্ত শুক্র ও শনির এই দুই গ্রহ যুতি থাকবে মকর রাশিতে । এর পর ৩০ ডিসেম্বর কুম্ভ রাশিতে প্রবেশ করবে শুক্র।
i
এই দুই গ্রহের যুতির ফলে লাভ :- শুক্র সুখ ও সমৃদ্ধির কারক গ্রহ, অন্য দিকে শনি ভালো কাজের জন্য সুফল প্রদান করে থাকেন। কুষ্টিতে শনি ভালো পরিস্থিতিতে থাকলে কোনো ব্যক্তিকে দরিদ্র থেকে ধনী করে দিতে পারে। এমন পরিস্থিতিতে মকরে এই দুই গ্রহের যুতির ফলে রোজগার , কেরিয়ার ও ব্যবসায় লাভ বৃদ্ধি হবে।
এই দুই গ্রহের যুতির ফলে কোন রাশির মানুষরা লাভবান হবেন :- এই দুই গ্রহই পরস্পরের বন্ধু। দুই মিত্র গ্রহ এক সঙ্গে বিরাজ করায় মেষ, কর্কট, সিংহ, কন্যা, মকর এবং কুম্ভ রাশির মানুষরা এই সময় অধিক সুফল লাভ করবেন।
আরো পড়ুন :- দেড় বছর পর রাহুর রাশি পরিবর্তনে, এই ৪ রাশির মানুষদের ব্যাপক আর্থিক উন্নতির সম্বাভনা রয়েছে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )