Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- শত্রু এমন এক জিনিস যা মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলতে পারে। সকলেই চায় তার কোনো শত্রু না থাকুক। তবে শত্রু নেই , সেই রকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। আমরা সকলেই নিজের শত্রুদের খুব ভয় করে চলি কারণ কখন কোন মুহূর্তে সেই শত্রু আমাদের ক্ষতি করে দেবে তার কোনও ঠিক নেই। শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার প্রবণতা জন্মছক দেখে বোঝা যায়।
আরো পড়ুন :- ব্যবসা করছেন বা করবেন ভাবছেন কিন্তু বিভিন্ন সমস্যা রয়েছে , শাস্ত্র মেনেই হাত দিন শুভ কাজে
আমাদের শত্রু যে সব সময় বাইরের কোনো মানুষ হবে সেটা নিশ্চিত ভাবে বলা খুব কঠিন। অনেক সময় দেখা যায় ঘরের মধ্যেই লুকিয়ে রয়েছে শত্রু। অর্থাৎ নিজেদের মানুষরাই যে কখন শত্রু হয়ে উঠবেন তা বুঝে ওঠা যায় না। আর ঘরের শত্রু সবচেয়ে বড় শত্রু।
বাইরের শত্রুদের হাত থেকে কিছুটা হলেও ছাড় পাওয়া যায়। কিন্তু ঘরের শত্রু যখন ঘরে থাকে তখন তার হাত থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। সে ক্ষেত্রে এমন একটি টোটকা রয়েছে যা সঠিক নিয়মে পালন করতে পারলে শত্রুদের হাত থেকে অতি সহজেই মুক্তি পাওয়া সম্বভ। আর এই সহজ টোটকা পালন না করতে পারলে আপনাকে অন্য উপায় করতে হবে। তবে চলুন টোটকাটির সমন্ধে জেনে নেওয়া যাক —
শত্রুর হাত থেকে মুক্তি পেতে এই টোটকাটি করতে লাগবে শুধুমাত্র ছোট চার আঙুল মাপের চারটে যজ্ঞ ডুমুরের ডাল এবং একটি খুবই শক্তিশালী মন্ত্র। আশা করি আপনি করতে পারবেন।
সর্বপ্রথমে যজ্ঞ ডুমুরের ডালগুলো ভাল করে গঙ্গাজলে ধুয়ে একটা পরিষ্কার জায়গায় রাখতে হবে। তার পর স্নান করে সেখানে শুদ্ধ বস্ত্র পরে একটা শুদ্ধ আসনে বসে ১০৮ বার নিচে দেওয়া মন্ত্রটি জপ করুন। তার পর ওই যজ্ঞ ডুমুরের ডালগুলো শত্রুর বাড়ির সামনে পুঁতে দিতে হবে। এই কাজটি করলে নিশ্চিত ভাবে শত্রু দমন হবেই। অবশ্যই মনে রাখতে হবে , এই কাজটি করতে আপনাকে কেউ যাতে দেখতে না পায়। তাই ভোরবেলায় এই কাজটি করতে পারেন।
মন্ত্র — শ্রীহনুমতে নমঃ।।
আরো পড়ুন :- শুরু হয়েছে ধনু সংক্রান্তি , কোন রাশির মানুষদের ভালো সময় কাটতে চলেছে দেখে নিন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)